Home অন্যান্য রাতের আকাশে ঝরবে তারা, উল্কাবৃষ্টির বিরল দৃশ্য ২৯-৩০ জুলাই

রাতের আকাশে ঝরবে তারা, উল্কাবৃষ্টির বিরল দৃশ্য ২৯-৩০ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক: ২৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ৩০ জুলাই ভোর পর্যন্ত বিশ্ববাসী এক দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে চলেছে। রাতের আকাশে খালি চোখেই দেখা যাবে উজ্জ্বল আলোর রেখা—উল্কাবৃষ্টি। বিজ্ঞানীদের ভাষায়, এ ঘটনাকে বলা হয় ডেল্টা অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি।

যুক্তরাষ্ট্রের ‘লাইভ সায়েন্স’ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই উল্কাবৃষ্টির চূড়ান্ত মুহূর্ত বা পিক টাইম হবে ২৯ জুলাই মধ্যরাত থেকে শুরু করে ৩০ জুলাই ভোররাত পর্যন্ত। প্রতি ঘণ্টায় গড়ে ২০ থেকে ২৫টি উল্কা আকাশের অন্ধকার কেটে ছুটে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ গোলার্ধে এই দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেলেও, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও স্পষ্ট দেখা যাবে এই উল্কাবৃষ্টি।

উল্কাগুলো আসবে ‘অ্যাকুয়ারিয়াস’ নক্ষত্রপুঞ্জের দিক থেকে। মহাকাশে ধূমকেতুর ছড়িয়ে পড়া ধূলিকণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে এবং উজ্জ্বল রেখায় রূপ নেয়।

দূরবীনের প্রয়োজন নেই। কেবল শহরের কৃত্রিম আলো থেকে কিছুটা দূরে, উন্মুক্ত আকাশের নিচে কিছুক্ষণ চোখ মানিয়ে নিলেই দেখা যাবে এই মন্ত্রমুগ্ধকর দৃশ্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাত ২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত সময় হবে সবচেয়ে উপযুক্ত। দক্ষিণ দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ উল্কাগুলো সেই দিক থেকেই পৃথিবীর বুকে ছুটে আসবে।

প্রতি বছরই ঘটে এই ডেল্টা অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি, তবে এবার আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকায় এর সৌন্দর্য আরও স্পষ্টভাবে ধরা দেবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আকাশপ্রেমীদের জন্য এই রাত হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা।