Home Third Lead চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার শিশুর জন্ম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার শিশুর জন্ম

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এক মা একসঙ্গে চারটি শিশুর জন্ম দিয়েছেন। এই চার নবজাতকের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন কন্যাশিশু রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সকাল সাড়ে ১০টার দিকে তাদের জন্ম হয়। হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. তাসলিমা বেগমের নেতৃত্বে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিটের চিকিৎসক দল এই অস্ত্রোপচার পরিচালনা করেন। মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং তাদেরকে হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।

প্রতিটি শিশুর ওজন ছিল যথাক্রমে ১.৪ কেজি, ১.৩ কেজি এবং দুইজনের ওজন ছিল ১.২ কেজি। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়ে থাকে। অতএব, এই চার শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা

একসঙ্গে চারটি শিশুর জন্ম হওয়া একটি বিরল ঘটনা। এটি সাধারণত ফার্টিলিটি ট্রিটমেন্টের মাধ্যমে ঘটে থাকে, তবে কিছু ক্ষেত্রে এটি প্রাকৃতিকভাবেও ঘটতে পারে। এই ধরনের বহুমূল্য গর্ভধারণের ক্ষেত্রে প্রতিটি শিশুর জন্য আলাদা প্লাসেন্টা (placenta) এবং অ্যামনিয়োটিক স্যাক (amniotic sac) থাকে, যা তাদের পৃথকভাবে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে।

এ ধরনের বহুমূল্য গর্ভধারণে মা ও শিশুর জন্য বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থাকে, যেমন প্রিম্যাচিউর ডেলিভারি, লো বার্থ ওয়েট, এবং নিউমোনিয়া বা ইনফেকশনজনিত জটিলতা। তবে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এসব ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হয়েছে।

একসঙ্গে সর্বোচ্চ কতটা সন্তান জন্ম হয়েছে?

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, একসঙ্গে সর্বোচ্চ ৯টি শিশুর জন্ম হয়েছে এবং তারা সবাই সুস্থভাবে বেঁচে ছিল। এই ঘটনা ঘটেছিল ২০২১ সালের ৪ মে মরক্কোর কাসাব্লাঙ্কায়। হালিমা সিসে নামের এক মা এই নবজাতকদের জন্ম দিয়েছিলেন।