Home First Lead নির্বাচন কমিশনে এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

নির্বাচন কমিশনে এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই নিবন্ধন প্রক্রিয়া শেষ করেন। বেলা ১২টা ৫৮ মিনিটে নির্বাচন ভবনে পৌঁছানোর পর সোয়া ১টার দিকে তিনি ভোটার নিবন্ধনের আবেদন করেন।
এ সময় তার আঙুলের ছাপ গ্রহণসহ নিবন্ধনের প্রয়োজনীয় অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করা হয়। এনআইডি কার্যক্রম শেষে বেলা ১টা ১৯ মিনিটে তিনি নির্বাচন ভবন ত্যাগ করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই আগারগাঁও ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। তিনি যখন নির্বাচন ভবনে প্রবেশ করেন, তখন উপস্থিত জনতা তাকে দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারেক রহমানও হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। নির্বাচন ভবন থেকে বের হয়ে তিনি সরাসরি বনানীর উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

এর আগে, দিনের শুরুতে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা। কবর জিয়ারত শেষে তিনি যখন আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন, তখন সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

 টানা ১৭ বছর লন্ডনে প্রবাস জীবন কাটানোর পর গত ২৫শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই পুত্র স্বদেশ প্রত্যাবর্তন করেন। আজ তার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বর্তমানে পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের কোনো আহত ব্যক্তি চিকিৎসাধীন না থাকায় তারেক রহমান সেখানে যাচ্ছেন না।