Home Third Lead এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউনে থমকে গেছে বন্দর

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউনে থমকে গেছে বন্দর

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্দরের গেট ও স্ক্যানিং শাখার কার্যক্রমে নিয়োজিত কাস্টমস কর্মকর্তা-কর্মচারিরা নিয়মিত কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এরজেরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে রপ্তানি-আমদানি যানবাহনগুলো গেট-ইন এবং গেট-আউট সম্পন্ন করতে না পারায় পুরো বন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

 কাস্টমস কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত কার্যক্রম থেকে বিরত সূত্রপাত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে। শুক্রবার অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা একটি প্রেস রিলিজের প্রেক্ষিতে পরিষদ এক বিবৃতি দিয়ে জানায়, এনবিআর সংস্কার সংক্রান্ত বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এরই ধারাবাহিকতায় তারা শনিবার থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।

পরিষদের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এই শাটডাউন চলাকালীন আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতায় থাকবে না। পাশাপাশি আজ থেকে দেশজুড়ে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচিও পালিত হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, এনবিআরের কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণসহ অন্যান্য দাবিসমূহ নিয়ে আলোচনায় বসতে তারা প্রস্তুত। পাশাপাশি রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।

তারা জোর দিয়ে বলেন, এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক এবং তা দেশ ও জনস্বার্থে পরিচালিত হচ্ছে। এনবিআরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে যৌক্তিক দাবিসমূহ আদায়ের জন্যই এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে।

এদিকে বন্দরে চলমান অচলাবস্থায় রপ্তানিমুখী শিল্প ও আমদানি নির্ভর সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে।  পণ্যের চালান ডেলিভারি নেওয়া যাচ্ছে না। স্থবির হয়ে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। অন্যদিকে চার গুণ বন্দর রেন্ট বা বন্দর ড্যামারেজ ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, দ্রুত সমাধান না হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

গত বছরের জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নানা কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে দেশের আমদানি-রপ্তানি ও বন্দরের কার্যক্রম। এর ওপর ভর করেছে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি। এ কর্মসূচিতে ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।

সংগৃহীত ছবি