প্রথম পর্ব: প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া এনবিআর
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আয়কর অফিস মানেই দীর্ঘ লাইন, ফাইলের স্তূপ আর দালালের আনাগোনা—এই ধারণা এখন অতীত হতে চলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) ডিজিটাল সংস্কারের ফলে করদাতার হাতের মুঠোয় চলে এসেছে পুরো কর ব্যবস্থা।
এখন আর ঘণ্টার পর ঘণ্টা অফিসে সময় নষ্ট করার প্রয়োজন নেই; স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করেই আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করতে পারছেন।
ঘরে বসেই ই-রিটার্ন দাখিল
বর্তমান ডিজিটাল সিস্টেমে করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সরাসরি এন্ট্রি করে কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য কোনো বাড়তি কাগজপত্র আপলোড করার প্রয়োজন পড়ছে না। শুধু সঠিক তথ্য ইনপুট দিলেই সিস্টেম আপনার হয়ে কাজ সম্পন্ন করে দেবে।
পেমেন্ট এখন এক ক্লিকেই
কর পরিশোধের জন্য এখন আর ব্যাংকের লাইনে দাঁড়াতে হয় না। আপনি চাইলে আপনার পছন্দমতো মাধ্যমে টাকা জমা দিতে পারেন:
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস: বিকাশ, নগদ বা রকেট।
ব্যাংকিং কার্ড: যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ড।
ইন্টারনেট ব্যাংকিং: ঘরে বসেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে।
প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য এ বছর এনবিআর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আগে দেশের ফোন নম্বর ছাড়া OTP পাওয়া অসম্ভব ছিল, যা এখন ই-মেইলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের পাসপোর্ট নম্বর, এনআইডি এবং ভিসা-সিলের কপি ই-মেইল করে দ্রুত রেজিস্ট্রেশন লিংক ও OTP সংগ্রহ করছেন।
ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজারের বেশি প্রবাসী এই ডিজিটাল সেবার আওতায় এসেছেন।
কেন এটি আপনার জন্য সেরা সমাধান?
সময় ও অর্থ সাশ্রয়: অফিসে যাতায়াতের খরচ ও সময় বেঁচে যাচ্ছে।
হয়রানিমুক্ত সেবা: কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের সহায়তা ছাড়াই নিজে নিজে কর দাখিল সম্ভব।
স্বচ্ছতা: আপনার করের প্রতিটি হিসাব আপনি নিজেই দেখছেন এবং অনলাইনেই তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র (Acknowledgment) পাচ্ছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের এই আধুনিকায়ন কেবল কর ব্যবস্থাকেই সহজ করেনি, বরং সাধারণ মানুষের মাঝে কর প্রদানের সংস্কৃতিকে আরও ইতিবাচক করে তুলেছে।