বিজেনসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)। বুধবার বিকেলে সিলেট নগরীর একটি সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহানের নেতৃত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের কয়েকজন সিনিয়র পরিচালক, স্থানীয় ব্যবসায়ী ও এনসিপির সিলেট জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
চেম্বারকে রাজনীতির বাইরে রাখার আহ্বান
সভায় বক্তব্য রাখতে গিয়ে নাজিম উদ্দিন শাহান বলেন,
‘চেম্বার অব কমার্স একটি অরাজনৈতিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটিকে কোনো ফ্যাসিস্ট বা দলীয় রাজনীতির বলির পাঁঠা বানানো চলবে না।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের নিরপেক্ষতা রক্ষা করা এবং স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করাই হওয়া উচিত চেম্বার নেতৃবৃন্দের মূল দায়িত্ব।’
তরুণ উদ্যোক্তাদের প্রতি গুরুত্ব
এনসিপি তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহযোগিতা কর্মসূচি গ্রহণের জন্য চেম্বারকে অনুরোধ জানায়। শাহান বলেন,
‘যুবসমাজকে উৎপাদনশীল খাতে সম্পৃক্ত করতে না পারলে আমরা আগামীর বাংলাদেশ গড়তে পারব না। তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও পরামর্শ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে চেম্বারের বড় ভূমিকা থাকতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তরুণরা যেন ব্যবসা, উদ্ভাবন ও কর্মসংস্থানে অবদান রাখতে পারে।’
চেম্বার নেতৃবৃন্দের প্রতিক্রিয়া: মতবিনিময় সভায় উপস্থিত সিলেট চেম্বারের একজন পরিচালক বলেন,
‘চেম্বার কখনও রাজনীতিতে সক্রিয় হয়নি। আমরা ব্যবসা, বিনিয়োগ ও শিল্পোন্নয়নের দিকেই মনোযোগী। তবে নানা সময় রাজনৈতিক চাপে আমাদের ওপর প্রভাব পড়েছে।’
তিনি এনসিপির তরুণ উদ্যোক্তাবান্ধব ভাবনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কর্মসূচি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
গণতান্ত্রিক মূল্যবোধে অটল থাকার অঙ্গীকার
সভায় এনসিপির নেতারা চেম্বারকে গণতান্ত্রিক মূল্যবোধ, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকার আহ্বান জানান।
সভা শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখার জন্য উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
সংক্ষিপ্ত তথ্য:
মতবিনিময়ে নেতৃত্ব দেন এনসিপি জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান
সিলেট চেম্বারের সিনিয়র পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন
রাজনীতি থেকে চেম্বারকে দূরে রাখার আহ্বান জানায় এনসিপি
তরুণ উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির প্রস্তাব
গণতান্ত্রিক মূল্যবোধে চেম্বার ও রাজনৈতিক শক্তির ঐকমত্য গড়ে তোলার ইঙ্গিত