Home জাতীয় বৃষ্টিভেজা মোহাম্মদপুরে দিনভর কর্মসূচিতে এনসিপি নেতৃত্ব

বৃষ্টিভেজা মোহাম্মদপুরে দিনভর কর্মসূচিতে এনসিপি নেতৃত্ব

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে গভীর নিম্নচাপজনিত টানা বৃষ্টির মাঝেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দিনভর মোহাম্মদপুর এলাকায় জনসংযোগ, শহীদ স্মরণ ও পথসভায় অংশ নেন তারা।

সকালে ভ্রাম্যমান একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনীম জারা, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, যুগ্ম আহ্বায়ক রিফাত রশীদ, এস এম শোয়াইবসহ এনসিপির অন্যান্য নেতারা।

নাহিদ ইসলাম এ সময় বিভিন্ন স্লোগান দেন “ক্ষমতা না জনতা, জনতা জনতা”, “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”, “শহীদ সৈকত স্মরণে, ফারহান ফাইয়াজ স্মরণে, ভয় করি না মরণে”।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে আসরের নামাজ আদায় করেন।

বিকাল ৫টায় শহীদ সৈকতের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নাহিদ ইসলাম। পরে মোস্তাকিমের কাবাব, জেনেভা ক্যাম্প এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি। এখানেই বিহারি জনগোষ্ঠীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ড্রিম স্কুলে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

মাগরিবের নামাজ আদায় করেন শহীদ পার্ক মসজিদে। এরপর টাউন হল এলাকায় প্রথম পথসভায় বক্তব্য রাখেন এবং লিফলেট বিতরণ করেন। সন্ধ্যায় জনসভায় তিনি বলেন, মোহাম্মদপুর ছিল প্রতিরোধের কেন্দ্র। অনেক ত্যাগের বিনিময়ে যে অগ্রগতি, তা যেন থেমে না যায়।

তিনি বলেন, আমাদের রাজনীতি হবে জনগণের সমস্যা সমাধানের রাজনীতি। কেউ যদি সন্ত্রাস বা চাঁদাবাজির পথে যায়, তাকে প্রত্যাখ্যান করতে হবে। বৈষম্য, দুর্নীতি আর অসুস্থ রাজনীতির অবসান ঘটাতে হবে। সামনে যে বাংলাদেশ আমরা কল্পনা করছি, সেখানে শিক্ষা, চাকরি ও স্বাস্থ্য সবার অধিকার হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি। জনগণের কথা শুনতে চাই, তাদের কষ্ট বুঝতে চাই এবং সেই কষ্টের সমাধানে কাজ করতে চাই।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিন রাস্তা মোড়ে দ্বিতীয় পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে চতুর্থ ও শেষ পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এভাবেই দিনভর ভিজে ভিজে কর্মসূচি চালিয়ে যান এনসিপির নেতারা।


👉 আপনি কি এনসিপির নতুন রাজনৈতিক ভাষা ও জনগণের রাজনীতির এই আহ্বানে সাড়া দেবেন? মতামত দিন নিচে কমেন্টে।

👉 এনসিপির পথসভা ও কর্মসূচির আরও খবর জানতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম

👉 প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন বন্ধু ও সহকর্মীদের সঙ্গে।