বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নীলফামারী: জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান রচনার প্রক্রিয়া ছাড়া যেকোনো নির্বাচন হবে অবৈধ । এনসিপি সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত এক পথসভায়ও একই বক্তব্য দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “দেশ গড়তে আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। শিগগিরই তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। উন্নয়ন শুধু ঢাকাকে কেন্দ্র করে নয়, চাই সারাদেশের জন্য সমান পরিকল্পনা।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে মাফিয়াতন্ত্র এখনো টিকে আছে। আমাদের আন্দোলনের লক্ষ্য হলো নতুন সংবিধানের মাধ্যমে একটি জনভিত্তিক রাষ্ট্র গঠন।”
এ সময় এনসিপির অন্যান্য নেতারা বলেন, জনগণের ভোটাধিকার, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
পথসভায় এনসিপি নেতা নাহিদ ইসলাম ভারত-বাংলাদেশ নদীর পানির অসম বণ্টনের বিষয়ে বলেন, “ভারত অন্যায়ভাবে আমাদের ন্যায্য পানির হিস্যা দেয় না। নদী ও সীমান্ত সুরক্ষায় শিগগিরই বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
আঞ্চলিক বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, “লালমনিরহাটসহ গোটা উত্তরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। তরুণদের জন্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, “ধর্ষণ, খুন ও গুমের জন্য যারা দায়ী, তাদের বিচার চাই। শেখ হাসিনা ও শেখ রেহানাকেও জবাবদিহির আওতায় আনতে হবে।”
পথসভা সঞ্চালনা করেন সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন ডা. তাসনিম জারা, সাইফুল্লাহ হায়দার, রাসেল আহমেদ, নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, আতাউল্লাহ, রকিবুল হাসান, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়নসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
👉 প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন
📣 মতামত দিন মন্তব্যে
📌 এনসিপি-সংক্রান্ত আরও খবর পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম এ