Home রাজনীতি গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে সহিংসতা, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে সহিংসতা, পুলিশের গাড়িতে আগুন

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পূর্ব ঘোষিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্নস্থানে। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে দলটির কেন্দ্রীয় সমাবেশের মঞ্চে একদল যুবক হামলা চালায়, চেয়ার ছুড়ে ফেলে এবং সাউন্ড সিস্টেমসহ বেশকিছু সরঞ্জাম ভাঙচুর করে। এনসিপির নেতাকর্মীরা এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ একটি মিছিল নিয়ে কয়েকজন যুবক সমাবেশস্থলে এসে হামলা চালায়। ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভাঙচুর করা হয় চেয়ার ও মঞ্চের সামগ্রী। হামলার কিছু সময় পর তারা স্থান ত্যাগ করে। এরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছান।

সংগৃহীত ছবি

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইদিন ইউএনও’র গাড়ি বহরে হামলার ঘটনাও ঘটেছে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায়। এ সময় ইউএনও’র গাড়িচালক আহত হন বলে জানা গেছে। এই সব হামলার দায় এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর চাপানো হয়েছে।

এদিকে দুপুরে কংশুর এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মঞ্চে এনসিপি নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান জানান, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই কর্মসূচি ব্যাহত করতেই পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

উল্লেখ্য, এনসিপি ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে সারাদেশব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় পদযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পুলিশের গাড়িতে আগুন

এ ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে গোপালগঞ্জ জেলায়। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে।

 সমাবেশে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এই সমাবেশস্থলে তারা উপস্থিত হন।

এই সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা সহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনে স্থানীয় নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।