Home রাজনীতি মাইলস্টোন দুর্ঘটনায় শোক, চাঁদপুরে এনসিপির কালো ব্যাজ পদযাত্রা আজ

মাইলস্টোন দুর্ঘটনায় শোক, চাঁদপুরে এনসিপির কালো ব্যাজ পদযাত্রা আজ

এনসিপি’র সংবাদ সম্মেলন চাঁদপুরে। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর ও কুমিল্লা জেলায় আজ বুধবার থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এই পদযাত্রা শোক মিছিলের রূপ নিচ্ছে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে ও কালো পতাকা হাতে পদযাত্রায় অংশ নেবেন।

চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আজ বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে হবে পথসভা ও আনুষ্ঠানিক পদযাত্রার সূচনা। এর আগে সকাল ৯টায় শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করা হবে। দোয়াভাঙ্গা এলাকায় শেষ হবে চাঁদপুর অংশের কর্মসূচি।

চাঁদপুর প্রেস ক্লাবে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করবে, যা আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। উপস্থিত থাকবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

একই দিনে কুমিল্লাতেও পদযাত্রা হওয়ার কথা রয়েছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আজ পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের কারণে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় জানান, চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে শোক মিছিল শুরু হবে এবং বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হবে।

এ বিষয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত। নিহত শিশুদের জন্য আমাদের দোয়া থাকবে, আর আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই কামনা করি।’ তিনি আরও বলেন, ‘এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই এবং যারা শোকের রাজনীতি করে তাদের বিরুদ্ধে বার্তা দিতে চাই।’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই শোকাবহ পরিবেশে আমরা চাঁদপুরবাসীকে সঙ্গে নিয়ে প্রার্থনা ও প্রতিবাদের মধ্য দিয়ে একসঙ্গে পথ চলতে চাই।’

🔴 এনসিপির পদযাত্রা ও শোক মিছিল নিয়ে আপনার মতামত কী?
আপনার এলাকার কর্মসূচি, মতামত কিংবা ছবিগুলো আমাদের পাঠাতে পারেন: btbd24@gmail.com
আরো খবর পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।