বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১৫০ আসনে বিজয়ের আশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী, গণঅভ্যুত্থানের কৃষক-শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে প্রার্থী করা হবে।” তিনি দাবি করেন, এনসিপি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, এনসিপি নিবন্ধন পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। একইসঙ্গে দলটি তাদের নির্বাচনী প্রতীক নিয়ে স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, “আমরা শাপলা প্রতীক চাই। সাদা শাপলা কিংবা লাল শাপলা—এই প্রতীকগুলোর বাইরে অন্য কোনো প্রতীকে আমরা রাজি নই। কমিশনকে বারবার বলেছি, আমরা শাপলা থেকে সরে আসব না।”
তবে প্রতীক নিয়ে ষড়যন্ত্রমূলক তৎপরতার অভিযোগও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, নির্বাচন কমিশনের ভেতরে ও বাইরে কিছু মহল এনসিপিকে প্রতীক সংকটে ফেলতে চাইছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাপলা প্রতীক না দিলে এনসিপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি’র ১৫০ আসনের দাবি বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তাদের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত ইস্যু নির্বাচনী প্রক্রিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।