Home Second Lead নিউইয়র্ক ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন, কর্মসূচি এনসিপির

নিউইয়র্ক ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন, কর্মসূচি এনসিপির

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।  এনসিপি এক বিবৃতিতে ঘটনাটিকে “সন্ত্রাসী হামলা” আখ্যা দিয়ে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কয়েকজন সমর্থক স্লোগান দিতে দিতে হঠাৎ করেই আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এসময় তারা ‘জয় বাংলা’ শ্লোগান দেয়। ঘটনাস্থলে আখতার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। কাছেই অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এনসিপি এক বিবৃতিতে ঘটনাটিকে “সন্ত্রাসী হামলা” আখ্যা দিয়ে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। দলটি দাবি করেছে, সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া প্রবাসে এমন ঘটনা সম্ভব নয়।

বিবৃতিতে তিন দফা দাবি উত্থাপন করেছে এনসিপি—
১. নিউ ইয়র্কে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
২. বাংলাদেশে বিরোধী দলের ওপর হামলা-নির্যাতন বন্ধ করতে হবে।
৩. আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত ও বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে।

এই দাবিগুলো বাস্তবায়নে দলের পক্ষ থেকে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর রাজনৈতিক মহলে নিন্দার ঝড় বইছে। বিরোধীদলীয় নেতারা একে রাজনৈতিক সন্ত্রাসের সাম্প্রতিক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে এখনো আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।