মো:সোহেল রানা, ঠাকুরগাঁও : সার সংকট নিরসন, সিন্ডিকেট বন্ধ ও কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিতসহ সাত দফা দাবিতে কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমনের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন দলীয় নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঠাকুরগাঁও জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ দেড় লাখ হেক্টরেরও বেশি হলেও কৃষকদের চাহিদার তুলনায় সরকার নির্ধারিত সার বরাদ্দ এক-চতুর্থাংশেরও কম। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার কিনতে।
এনসিপির স্মারকলিপিতে পর্যাপ্ত সার বরাদ্দ, বণ্টন তদারকি জোরদার, কালোবাজারি রোধ ও কৃষকের ক্ষতিপূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সলিম বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই— সার সরবরাহে সিন্ডিকেট বন্ধ করতে হবে, যাতে কৃষক নির্ধারিত দামে চাহিদা অনুযায়ী সার পেতে পারে। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি।”
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।










