Home চট্টগ্রাম চট্টগ্রামে আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয় ভাংচুর-বেদখল

চট্টগ্রামে আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয় ভাংচুর-বেদখল

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মহানগরীর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর একদল নেতা-কর্মী। মঙ্গলবার দুপুরে দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত ওই কার্যালয় দখল অভিযানে নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন।

ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কয়েকজন কর্মীও সেখানে উপস্থিত ছিলেন। দখলের পর ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—একদল তরুণ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করছেন। ভিডিও ফুটেজে আরিফ মঈনুদ্দিনসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে চিহ্নিত করা গেছে।

দোস্ত বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ, বিএনপি, বাসদ ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটির ওই কার্যালয় এক দফা ভাঙচুরের পর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন গণমাধ্যমকে বলেন, “আমরা জানতে পারি, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই কার্যালয়ে রাতে বৈঠক করতেন। সেই তথ্য নিশ্চিত হওয়ার পর আমরা আজ সেখানে যাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দখল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়নি বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি যাচাই করে দেখা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা পরীক্ষা করা হচ্ছে।

চট্টগ্রামে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই দখল ঘটনাটি নতুন উত্তাপ তৈরি করেছে।