বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজ বাসা থেকে যৌথবাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আদালত কর্তৃক-৩৪৭/২৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে গত ৫ অক্টোবর থেকে কচুয়া উপজেলার রহিমা নগরের জোসনা মুন্নি নামে এক তরুণী ফরিদগঞ্জের গল্লাক বাজারে আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকত একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এবং এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে সমঝোতার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। সমঝোতার অংশ হিসেবে মেয়ের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু জোসনা মুন্নির পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভুক্তভোগী জোসনা মুন্নি বলেন, “আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আমিন সৈকত। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই। এখনো এনসিপির কিছু নেতা আমাকে ফোনে ভয়-ভীতি দেখাচ্ছেন।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










