Home First Lead ভাঙনের মুখে এনসিপি: নেপথ্যে চাঞ্চল্যকর সব তথ্য!

ভাঙনের মুখে এনসিপি: নেপথ্যে চাঞ্চল্যকর সব তথ্য!

এনসিপি

 

আদর্শের লড়াই নাকি আসন ভাগাভাগি?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনীতির মাঠে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন অস্তিত্ব রক্ষার সংকটে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দলটিতে শুরু হয়েছে নজিরবিহীন ধস। গত মাত্র ৯ দিনে কেন্দ্রীয় কমিটির ১১ জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন, যা দলটিকে স্পষ্টতই এক ভয়াবহ ভাঙনের দিকে ঠেলে দিয়েছে।

তাসের ঘরের মতো ভেঙে পড়ছে নেতৃত্ব: সবশেষ গত বৃহস্পতিবার একদিনেই পদত্যাগ করেছেন চারজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা— যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, সংগঠক ওয়াহিদুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুল। এর আগে গত বুধবার রাতে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। পদত্যাগের এই মিছিলে রয়েছেন ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন ও আরিফ সোহেলের মতো পরিচিত মুখগুলোও। এমনকি মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীও দল ছেড়েছেন।

আদর্শিক সংঘাত বনাম রাজনৈতিক কৌশল: পদত্যাগকারী নেতাদের বড় একটি অংশ দাবি করছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে শামিল হওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন স্পষ্টভাবে জানিয়েছেন, এই জোটের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন। অন্যদিকে তাসনূভা জাবীন তার ফেসবুক পোস্টে এক রহস্যময় ইঙ্গিত দিয়ে লিখেছেন, এই জোট প্রক্রিয়াটি কেবল রাজনৈতিক কৌশল নয় বরং এটি একটি ‘পরিকল্পিত’ নীল নকশা।

ভেতরের খবর: ক্ষোভের মূলে কি কেবল আসন? দলের ভেতরে গুঞ্জন ছড়িয়েছে যে, জামায়াতের সঙ্গে মাত্র ৩০টি আসনে সমঝোতার প্রস্তাব আসায় এনসিপির অনেক নেতা ক্ষুব্ধ। অনেকেই নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু জোটে সেই সুযোগ না পাওয়ায় তারা পদত্যাগের পথ বেছে নিয়েছেন। দলের যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন অবশ্য একে ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলে উড়িয়ে দিতে চাইছেন। তার মতে, দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত।

অপেক্ষার প্রহর মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত: এনসিপি এখনো ১০ দলীয় জোটে তাদের চূড়ান্ত আসন সংখ্যা পরিষ্কার করেনি। দলের এক যুগ্ম আহ্বায়কের মতে, ‘চাওয়া-পাওয়ার’ দরকষাকষি এখনো চলছে। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত হয়তো জানা যাবে না এনসিপি আসলে কতটি আসন পেল এবং শেষ পর্যন্ত দলটির কতজন নেতা অবশিষ্ট থাকছেন।

জুলাইয়ের রাজপথ কাঁপানো তরুণদের নিয়ে গঠিত এই দলটি কি তবে জোট রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে তার স্বকীয়তা হারাবে? নাকি এই ভাঙনই দলটিকে নতুন কোনো মেরুকরণের দিকে নিয়ে যাবে— সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।