Home জাতীয় এনসিপিতে সংগঠনিক রদবদল: পলিটিক্যাল ও নির্বাহী কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

এনসিপিতে সংগঠনিক রদবদল: পলিটিক্যাল ও নির্বাহী কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

এনসিপির চতুর্থ সাধারণ সভা। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতিতে চমক দেখিয়ে আত্মপ্রকাশ করলেও সাম্প্রতিক সময়ে নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন।

✅ গঠন করা হবে ‘পলিটিক্যাল কাউন্সিল’ ও ‘নির্বাহী কাউন্সিল’

সভায় জানানো হয়, একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করা হবে, যা সংগঠনের সকল নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। পলিটিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পৃথকভাবে একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠন করা হবে। তিন মাস অন্তর এই নির্বাহী কমিটির কার্যকারিতা মূল্যায়ন করে নবায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাহী কাউন্সিল গঠনের জন্য এনসিপির ২১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পাঁচটি ক্যাটাগরি (আহ্বায়ক, সদস্য সচিব, সংগঠক, সমন্বয়ক ও সদস্য) থেকে সদস্য নির্বাচন করা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ সভার ভোটের মাধ্যমে গঠিত হবে।

✅ গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু

দলের কাঠামো আরও মজবুত করতে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে এনসিপির খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

✅ বিতর্কিত নেতাদের বিরুদ্ধে সতর্কতা এবং আত্মসমালোচনা

সভায় দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়েও খোলামেলা আলোচনা হয়। নেতাকর্মীরা মনে করেন, কিছু নেতার দায়িত্বহীন আচরণের কারণে এনসিপির ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জনআস্থা পুনরুদ্ধারে এই নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

✅ মৌলিক আদর্শে কোনো ছাড় নয়

সভায় একাধিক সদস্য জোর দিয়ে বলেন, সংগঠনের মৌলিক আদর্শ ও মূলনীতি প্রশ্নে কোনো ছাড় দেয়া যাবে না। ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত’ বৃথা না যাওয়ার অঙ্গীকারে এনসিপিকে শক্ত অবস্থানে থাকতে হবে বলে মত দেন তারা।

✅ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা

সভায় আরও সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের দলীয় বিচার দাবি, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে। এর অংশ হিসেবে আগামী ২ মে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে একটি বড় কর্মসূচি পালন করবে।