Home আকাশ পথ শিরোনামে এয়ারইন্ডিয়া: আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট বাতিল

শিরোনামে এয়ারইন্ডিয়া: আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট বাতিল

এভিয়েশন ডেস্ক:

মঙ্গলবার ফের যান্ত্রিক ত্রুটির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমান। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানের। কিন্তু টেক-অফের ঠিক আগে ধরা পড়ে গুরুতর সমস্যা। ফলে যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের দেওয়া হয়েছে সম্পূর্ণ রিফান্ড। কিন্তু টানা এই ধরনের ঘটনায় বেড়েছে উদ্বেগ ও আতঙ্ক।

এর আগেই, গত বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার এআই ১৭১। বিমানে থাকা ২৪১ জন যাত্রীর মধ্যে প্রাণে বেঁচে যান মাত্র একজন। ওই বিমানের নাম পালটে রাখা হয়েছে এআই ১৫৯। দুর্ঘটনার পর থেকে আহমেদাবাদ-লন্ডন রুটের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে পুনরায় চালু হওয়ার কথা থাকলেও ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল করা হয় ফ্লাইটটি।

এর পাশাপাশি, দিল্লি-প্যারিস রুটের একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। একইভাবে সোমবার রাতে সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল একটি টুইন ইঞ্জিন জেট (৭৭৭-২০০এলআর) বিমানের। নির্ধারিত সময় অনুযায়ী এটি কলকাতা বিমানবন্দরে পৌঁছালেও টেক-অফের সময় বাঁদিকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। বারবার পরীক্ষা করেও সমস্যা ঠিক না হওয়ায় সেই ফ্লাইটও বাতিল করতে হয়।

রবিবারও একই দৃশ্য। হিন্দন থেকে কলকাতাগামী আইএক্স ১৫১১ নম্বর ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে টেক-অফের ঠিক আগে। যদিও সেই যান্ত্রিক সমস্যা কিছু সময় পর সমাধান করে বিমানটি ছাড়ে। দেরি হয় প্রায় এক ঘণ্টা। যাত্রীরা উদ্বিগ্ন হয়ে রানওয়েতেই অপেক্ষা করেন। বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতি দেয় এয়ার ইন্ডিয়া।

এদিকে আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনার পরদিনই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার পথে এক বিমানে বোমাতঙ্ক ছড়ায়। কিছু সময় আকাশে চক্কর কাটার পর জরুরি অবতরণ করানো হয়। সব মিলিয়ে একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়ার বিমানের যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সব যাত্রীকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হলেও, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট ভীতি। যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন আশঙ্কা তৈরি করছে ভবিষ্যতের যাত্রা নিয়ে