Home আকাশ পথ এয়ারএশিয়ার নতুন রুট: সরাসরি জাপানের ফুকুওকা

এয়ারএশিয়ার নতুন রুট: সরাসরি জাপানের ফুকুওকা

এভিয়েশন ডেস্ক: মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এবার সাবাহ প্রদেশের কোটাকিনাবালু আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে নতুন রুট সম্প্রসারণের ঘোষণা দিল। আসছে ১৫ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে কোটাকিনাবালু থেকে জাপানের ফুকুওকা রুটের নতুন দৈনিক ফ্লাইট, যা যাবে তাইপেই হয়ে।

এটি এয়ারএশিয়ার ‘ফিফথ ফ্রিডম’ রুটগুলোর অন্যতম, যেখানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথে একটি তৃতীয় দেশে যাত্রী ওঠানামা সম্ভব হয়। এই রুট চালুর মাধ্যমে কোটাকিনাবালুকে আরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক হাবে রূপান্তরের পথে এগোচ্ছে এয়ারএশিয়া, যা কোম্পানিটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র।

এয়ারএশিয়া মালয়েশিয়ার প্রধান নির্বাহী দাতুক ক্যাপ্টেন ফারেহ মাজপুত্রা বলেন, “এই নতুন রুট আমাদের জন্য একটি বড় অর্জন। কোটাকিনাবালু থেকে বিভিন্ন গন্তব্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এটি।”

তিনি আরও জানান, তিন বছর আগে কোটাকিনাবালু-তাইপেই রুট পুনরায় চালু করার পর থেকে এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রী এই রুট ব্যবহার করেছেন। নতুন রুটটি সেই সফলতারই ধারাবাহিকতা।

ফারেহ জানান, “এই রুট শুধু সাবাহবাসীদের জন্য আরও ভ্রমণ সুবিধা এনে দেবে না, বরং রাজ্য সরকার যেভাবে সাবাহকে একটি প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায়, তাতে সমর্থনও জোগাবে।”

নতুন ফ্লাইট উদ্বোধনের অংশ হিসেবে বিশেষ প্রোমোশনাল ভাড়ার ঘোষণা দিয়েছে এয়ারএশিয়া। কোটাকিনাবালু থেকে ফুকুওকা যাওয়ার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০৯ মালয়েশিয়ান রিংগিত (একপথে, সকল চার্জসহ), আর ফুকুওকা থেকে কোটাকিনাবালু ফেরার ভাড়া ২১,৩৯০ ইয়েন বা আনুমানিক ৬৩৫ রিংগিট।

এই বিশেষ অফার চলবে ৮ জুন ২০২৫ পর্যন্ত, যেখানে যাত্রার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ আগস্ট ২০২৫ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত। টিকিট বুক করা যাবে এয়ারএশিয়া মুভ অ্যাপ অথবা এয়ারএশিয়া ডটকম ওয়েবসাইটের মাধ্যমে।

বর্তমানে তাইপেই এয়ারএশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল হাব হিসেবে কাজ করছে, এবং নতুন রুটটি মালয়েশিয়ান যাত্রীদের জন্য জাপানে আরও ভ্রমণ বিকল্প তৈরি করবে। উল্লেখযোগ্যভাবে, কুয়ালালামপুর থেকে থাইল্যান্ডের ডন মুয়াং হয়ে ফুকুওকা যাওয়ার আরেকটি বিকল্প রুট ইতিমধ্যে পরিচালনা করছে থাই এয়ারএশিয়া।

১৫ আগস্ট থেকে কোটাকিনাবালু কেন্দ্র থেকে এয়ারএশিয়া ১৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে, সপ্তাহে মোট ৭৯টি ফ্লাইটের মাধ্যমে। এতে কোটাকিনাবালুর অবস্থান মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম হাব হিসেবে আরও সুসংহত হবে।

এয়ারএশিয়া জানিয়েছে, সকল ভাড়া একপথের জন্য প্রযোজ্য এবং এতে যাত্রী পরিষেবা ফি, নিয়ন্ত্রক ফি, জ্বালানি চার্জসহ অন্যান্য প্রযোজ্য ফি অন্তর্ভুক্ত রয়েছে।