Home আকাশ পথ রানওয়েতে কুকুর, অল্পের জন্য রক্ষা পেল ৭২ যাত্রী

রানওয়েতে কুকুর, অল্পের জন্য রক্ষা পেল ৭২ যাত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন প্রস্তুতির সময় রানওয়েতে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনায় ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং নিরাপত্তাজনিত পরীক্ষার জন্য পর্যবেক্ষণে নেওয়া হয়।

ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন। ধাক্কা লাগার পর দ্রুত পাইলট ও গ্রাউন্ড টিম ফ্লাইটের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করে। পরে নিশ্চিত হওয়া যায়, এতে কোনো ধরনের ক্ষতি হয়নি। প্রায় এক ঘণ্টা বিলম্বের পর রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সফলভাবে উড্ডয়ন করে এবং যাত্রীরা নিরাপদেই গন্তব্যে পৌঁছান।

সূত্র জানায়, দুর্ঘটনার পর বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বিত দল রানওয়ে থেকে মৃত কুকুরটি সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত হন, ফ্লাইটটিতে কোনো প্রযুক্তিগত সমস্যা হয়নি।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা সাংবাদিকদের বলেন, “ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীদের কেউই ক্ষতিগ্রস্ত হননি এবং বিমানটি স্বাভাবিকভাবে ঢাকায় পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “দিনের বেলায় তেমন সমস্যা না থাকলেও সন্ধ্যার পর কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, তবুও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরোপুরি এড়ানো যাচ্ছে না।”

এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শুধুমাত্র মানববল নয়, প্রযুক্তিগত নজরদারি ও ফেন্সিং ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।