এভিয়েশন ডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার পর যেন একের পর এক দুঃসংবাদ ঘিরে ধরেছে এয়ার ইন্ডিয়াকে। বুধবার (২৪ জুলাই) ফের বিমানে ধরা পড়েছে প্রযুক্তিগত ত্রুটি, যদিও বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বুধবার সকালে কোঝিকোড় থেকে দোহাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX375 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত সমস্যার কারণে ফিরে আসে।
বিমানটি সকাল ৯টা ১৭ মিনিটে আকাশে ওড়ে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা নিরাপদে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে সকাল ১১টা ১২ মিনিটে। এসময় ভেতরে থাকা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং পরে তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
বিমান সংস্থার এক মুখপাত্র জানান, “উড্ডয়নের পরই প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে আমরা বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করি এবং যাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।”
ত্রুটি ধরা পড়া ফ্লাইটটি ছিল বোয়িং ৭৩৭-৮৬এন মডেলের। ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল সকাল ৮টা ৫০ মিনিটে কোঝিকোড় থেকে রওনা হয়ে সকাল ১০টা ৫০ মিনিটে দোহায় পৌঁছানো। তবে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে, সকাল ৯টা ১৭ মিনিটে উড্ডয়ন করলেও যান্ত্রিক সমস্যার কারণে তা বাতিল হয়ে যায়।
সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনা ও ত্রুটির প্রবণতা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।