ওয়াশিংটন রুট বাতিল: ২০২৬ সালের গ্রীষ্মে উড়বে না
এভিয়েশন ডেস্ক: ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ২০২৬ সালের গ্রীষ্মকালীন মৌসুমের সূচি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর রুট বাদ দিয়েছে। এভিয়েশন অ্যানালিটিক্স কোম্পানি সিরিয়ামের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী গ্রীষ্মে এই রুটে সর্বোচ্চ পাঁচটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে।
বর্তমানে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনা হয়ে সপ্তাহে তিনবার ওয়াশিংটনে ফ্লাইট চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। শীতকালীন মৌসুমে এই সংখ্যা পাঁচে পৌঁছানোর কথা থাকলেও ২০২৬ সালের ৭ মার্চ এই রুটের শেষ ফ্লাইট চলবে। এরপরের গ্রীষ্ম মৌসুমে এই ফ্লাইট আর পাওয়া যাবে না—স্কাইস্ক্যানারে অনুসন্ধানে তা নিশ্চিত হওয়া গেছে।
ওয়াশিংটন ছাড়াও এয়ার ইন্ডিয়ার অন্যান্য যুক্তরাষ্ট্রগামী রুটে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।
এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 দুর্ঘটনার পর আন্তর্জাতিক রুটে একাধিক কাটছাঁট করেছে সংস্থাটি। যদিও ধাপে ধাপে কিছু রুট পুনরায় চালু করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে—“আমরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ধাপে ধাপে আন্তর্জাতিক অপারেশন পুনরায় চালু করছি। পূর্ণ স্বাভাবিক অপারেশন ১ অক্টোবরের মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।”
নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি
টাটা গ্রুপের অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়া বহর ও সেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। তবে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 দুর্ঘটনা সংস্থার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। তদন্তে বোয়িং 737 ও 787 বিমানের ফুয়েল সুইচে কোনো ত্রুটি না মিললেও এক পাইলটের ভূমিকা নিয়ে তদন্ত চলছে।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এর সাম্প্রতিক অডিটে গত এক বছরে এয়ার ইন্ডিয়ার ৫১টি নিরাপত্তা লঙ্ঘন ধরা পড়ে। এর মধ্যে সাতটি ছিল সবচেয়ে গুরুতর “লেভেল ওয়ান” এবং ৪৪টি “লেভেল টু”।
আন্তর্জাতিক সম্প্রসারণে বিরতি
এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের অধীনে এসে ৫৭০টি নতুন বিমান কেনাসহ বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণে বড় পরিকল্পনা নেয়। নতুন এয়ারবাস A350, ভিস্তারা থেকে আসা বোয়িং 787-9 এবং ৪০০ মিলিয়ন ডলারের বহর পুনর্নির্মাণ কর্মসূচি ছিল এর অংশ।
তবে নিরাপত্তা ও অপারেশনাল ঘাটতি নিয়ে চলমান নজরদারির কারণে আন্তর্জাতিক সম্প্রসারণ আপাতত স্থগিত থাকছে। আর এরই অংশ হিসেবে ওয়াশিংটন রুটও বাদ পড়ল এয়ার ইন্ডিয়ার যুক্তরাষ্ট্র নেটওয়ার্ক থেকে।