এভিয়েশন ডেস্ক:
পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল সম্প্রতি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে তাদের একটি নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। সোমবার সকাল ১১টা ৩৪ মিনিটে পিএফ৭৮৪ ফ্লাইটটি ১৩৭ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে। এটি সংস্থাটির ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা এই এয়ারলাইনটি গঠিত হয়েছিল ২০১৫ সালে, সিয়ালকোট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের যৌথ উদ্যোগে। মূলত সিয়ালকোট অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়ের বিমান যোগাযোগের উন্নয়নের লক্ষ্যেই এয়ার সিয়াল প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে কোম্পানিটি এয়ার সিয়াল লিমিটেড নামে নিবন্ধিত হয় এবং পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ সেবা প্রদানকারী বেসরকারি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার শুরু থেকেই এয়ার সিয়াল দেশব্যাপী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। করাচি, লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোট, মুলতান ও কোয়েটা সহ বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করে এই সংস্থা। তবে ২০২৩ সালের মার্চ মাসে সৌদি আরবের জেদ্দা গন্তব্যে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক আকাশে প্রবেশ করে তারা। এরপর পর্যায়ক্রমে রিয়াদ, মদিনা, দাম্মাম এবং ওমানের মাসকাট রুটেও সরাসরি ফ্লাইট চালু করা হয়।
বর্তমানে এয়ার সিয়ালের বহরে রয়েছে সাতটি এয়ারবাস A320-200 সিরিজের বিমান। আধুনিক প্রযুক্তির এই বিমানগুলো দিয়ে সংস্থাটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই যাত্রী পরিবহন করে থাকে।
দুবাই ফ্লাইট চালুর মাধ্যমে এয়ার সিয়াল মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি আরও সুসংহত করলো। সংস্থাটির পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে কুয়েত, দোহা, কুয়ালালামপুর, ব্যাংকক, কলম্বো ও ঢাকা রুটেও ফ্লাইট চালু করার। এই সম্প্রসারণ উদ্যোগ পাকিস্তানের বেসরকারি বিমান খাতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এয়ার সিয়ালের চেয়ারম্যান ফজল জিলানী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন আহসান সংস্থাটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। যাত্রীদের সময়ানুবর্তী, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানই তাদের মূল লক্ষ্য।