Home Second Lead বাংলাদেশে এয়ার সিয়ালের ফ্লাইট চালুর পথে সবুজ সংকেত

বাংলাদেশে এয়ার সিয়ালের ফ্লাইট চালুর পথে সবুজ সংকেত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল সরাসরি বাংলাদেশ-পাকিস্তান রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই অনুমোদন দিয়েছে। এতে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা-পাকিস্তান আকাশপথে নতুন করে যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হলো।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবির ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর অংশ হিসেবে আমরা এয়ার সিয়ালকে অনুমোদন দিয়েছি। বিষয়টি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েও অবহিত করা হয়েছে।

বেবিচকের নিয়ম অনুযায়ী এখন এয়ার সিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করে নির্ধারিত ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে তারা ঢাকা থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এয়ার সিয়াল পাকিস্তানের শিয়ালকোটভিত্তিক একটি বেসরকারি এয়ারলাইনস, যা ২০১৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি মূলত ব্যবসায়ী ও প্রবাসীদের চাহিদা পূরণের লক্ষ্যেই গঠিত হয়। এয়ারলাইনের শেয়ারহোল্ডাররা মূলত পাকিস্তানের শিয়ালকোট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। শুরুর দিকে পরিচালনার প্রস্তুতিমূলক ধাপ অতিক্রম করার পর ২০২০ সালের ডিসেম্বরে তারা আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করে।

বর্তমানে এয়ার সিয়ালের বহরে ছয়টি আধুনিক এয়ারবাস এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ রয়েছে, যেগুলো দিয়ে তারা করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার ও শিয়ালকোটের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক ভাড়া, সময়মতো যাত্রা ও ভালো যাত্রীসেবা নিশ্চিত করার দিক থেকে সংস্থাটি ইতোমধ্যে স্থানীয় বাজারে ইতিবাচক সাড়া পেয়েছে।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মো: ইকবাল হুসেইন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, বেবিচক অনুমোদন দেয়ার ফলে আশা করা যাচ্ছে দুই মাসের মধ্যেই এয়ার সিয়াল ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ ও স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছিল। তবে তারা এখনো তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। ফ্লাই জিন্নাহ বর্তমানে বিমানবহর সম্প্রসারণের কাজ করছে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএ ২০১৮ সালে আর্থিক ক্ষতি ও যাত্রীসংখ্যা কমে যাওয়ার কারণে বাংলাদেশে তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান সংযোগ ছিল না। শিক্ষার্থী, চিকিৎসাপ্রার্থী, ব্যবসায়ী ও প্রবাসী যাত্রীদের জন্য বিষয়টি ছিল অত্যন্ত ভোগান্তিকর।

যদি এয়ার সিয়াল এবং ফ্লাই জিন্নাহ সফলভাবে বাংলাদেশে ফ্লাইট চালু করতে পারে, তাহলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি দুই দেশের মধ্যে মানবিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেই বিশ্লেষকদের অভিমত।