Home চট্টগ্রাম আবারও কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ৩৯ টাকা সস্তা

আবারও কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ৩৯ টাকা সস্তা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা।

বুধবার (২ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন। নতুন দাম এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বাড়ি ঘরে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অনেক জায়গায় এখনো খুচরা বিক্রেতারা নিজের ইচ্ছেমতো দাম নিচ্ছেন।

এদিন শুধু গৃহস্থালি নয়, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দামও কমিয়েছে বিইআরসি। জুলাই মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা, যা গত মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা। এর ফলে প্রতি লিটারে দাম কমেছে প্রায় ১ টাকা ৮৪ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করে আসছে বিইআরসি। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের দাম প্রকাশ করে, যা ‘সৌদি কার্গো মূল্য (সিপি)’ নামে পরিচিত। এই মূল্যকে ভিত্তি ধরে বাংলাদেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়।

বিইআরসি আমদানিকারকদের চালানপত্র ও ডলারের গড় বিনিময় হার বিশ্লেষণ করে দেশের জন্য সিলিন্ডার গ্যাস ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে। তবে এই দাম কার্যকর হলেও ভোক্তারা তা কতটা উপভোগ করতে পারবেন, তা নির্ভর করছে পরিবহন খরচ, খুচরা বিক্রেতাদের নীতিমালা ও বাজার তদারকির ওপর।