স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) শনিবার আনুষ্ঠানিকভাবে এবারের এশিয়া কাপের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই মহাদেশীয় টুর্নামেন্ট। এবারের আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
এসিসি প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি জানান, মোট ৮টি দেশ এবার এশিয়া কাপে অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত দলগুলো গ্রুপ পর্বে অংশ নেবে।
গ্রুপ এ: পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান
গ্রুপ বি: বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং
প্রথম ম্যাচ হবে ৯ সেপ্টেম্বর, আবুধাবিতে আফগানিস্তান ও হংকংয়ের মধ্যে।
পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ১৭ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
তবে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান লড়াই, যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এই মহারণ ছাড়াও ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ২৮ সেপ্টেম্বর।
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ, যার মধ্যে ২৩ সেপ্টেম্বরের একটি সুপার ফোর ম্যাচও রয়েছে। বাকি ম্যাচগুলো দুবাইয়ে।
প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখানে আবারও দেখা যেতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ২১ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক আসর হিসেবে বিবেচিত। বিশ্বকাপটি ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।