বিজনেসটুডে২৪ ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের কাছে মাত্র ১১ রানে হেরে ‘অলিখিত সেমিফাইনালেই’ শেষ হয়ে গেল জাকের আলি বাহিনীর অভিযান। সেই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ টানা দ্বিতীয় দিনের ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তানের বিপক্ষে। আগের দিন ভারতের বিপক্ষে হারের পর লিটন দাসকে ছাড়াই নামতে হয় টাইগারদের। দল সেরা ব্যাটারকে না পাওয়ার প্রভাব পড়ে ব্যাটিংয়ে। বোলাররা পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রাখলেও ব্যাটাররা ব্যর্থ হন সহজ লক্ষ্য তাড়া করতে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থেমে যায় বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া
বাংলাদেশের রান তাড়া ব্যর্থতার মূল কারণ ছিল টপ অর্ডারের ভঙ্গুরতা। ওপেনার পারভেজ ইমন শাহিন আফ্রিদির বলে শূন্য রানে ফিরলে চাপ আরও বেড়ে যায়। সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও (১৮ রান), নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দল চাপে পড়ে। একমাত্র শামিম হোসেনই কিছুটা লড়াই করেন ৩০ রান করে। বাকিদের ব্যাট থেকে বড় ইনিংস আসেনি।
পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হারিস রউফ দুর্দান্ত বোলিং করেন। দু’জনই ৩টি করে উইকেট নেন। মাঝের ওভারে সাইম ও নাওয়াজও উইকেট তুলে দেন। বাংলাদেশের ব্যাটাররা ধৈর্য ধরে খেলার পরিবর্তে শুরু থেকেই বড় শট নেওয়ার চেষ্টা করায় তাড়াহুড়ো করে আউট হতে থাকেন।
বাংলাদেশের বোলারদের সাফল্য
এর আগে টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদ চতুর্থ বলেই উইকেট এনে দেন। শেখ মেহেদী ও রিশাদ হোসেনও বল হাতে দারুণ করেন। পাকিস্তান ১৩৫ রানে থামলেও ব্যাটাররা ব্যর্থ হওয়ায় জয়ের হাসি ফোটেনি। তাসকিন নেন ৩ উইকেট, মেহেদী ও রিশাদ পান ২টি করে উইকেট।
ভারত–পাকিস্তান ফাইনালের অপেক্ষা
এশিয়া কাপে এর আগে দু’বার মুখোমুখি হয়ে ভারত দু’বারই জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। এবার ফাইনালে তৃতীয়বার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ক্রিকেটবিশ্ব তাই তাকিয়ে রবিবারের মহারণের দিকে। পাকিস্তান কি নিতে পারবে প্রতিশোধ? নাকি ভারতেরই জয়ধ্বনি বাজবে?
বাংলাদেশ ঘরে ফিরছে ব্যর্থতার আক্ষেপ নিয়ে, কিন্তু ভারত-পাকিস্তানের ফাইনাল ঘিরে এখন উত্তেজনায় কাঁপছে গোটা এশিয়া।