Home First Lead দোয়া, ঘুমহীন রাত আর প্রার্থনার সকাল: আজ এসএসসি’র ফল

দোয়া, ঘুমহীন রাত আর প্রার্থনার সকাল: আজ এসএসসি’র ফল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আজ দুপুর ২টা। কোটি কৌতূহলের প্রতীক্ষার অবসান ঘটবে এই মুহূর্তেই। প্রকাশ পাবে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফলের আগে সকালজুড়ে সারা দেশের ১৯ লাখ ২০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারে বিরাজ করছে টানটান উত্তেজনা, ব্যাকুলতা ও আশা-নিরাশার মিশেল।

গভীর রাত পর্যন্ত ঘুমাতে পারেনি অনেকে। কারও চোখে ছিল দোয়া, কারও কপালে উদ্বেগের ভাঁজ। রাজধানীর শেওড়াপাড়ার এক ছাত্রী সামিয়া রহমান জানায়, “রাত ৩টা পর্যন্ত ঘুম আসেনি। বারবার ভাবছিলাম, কী হবে ফলটা! মা ঘুমিয়ে পড়লেও আমি জানালার পাশে বসে শুধু প্রার্থনা করেছি।”

চট্টগ্রামের চান্দগাঁওয়ের রাকিব হাসান বলেন, “পরীক্ষাটা ভালোই হয়েছে। কিন্তু তারপরও ভয় লাগে। বাবা-মা’র মুখের দিকে তাকিয়ে ভাবি, যদি ভালো না হয়!”

শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও কম দুশ্চিন্তায় নেই। নরসিংদীর এক অভিভাবক রুবিনা আক্তার বলেন, “আমার মেয়ে খুব পরিশ্রম করেছে। কিন্তু ফল না দেখলে তো মন শান্ত হয় না। আজ সকাল থেকে শুধু ওর হাত ধরে বসে আছি।”

খুলনার এক মাদ্রাসা শিক্ষক হাফিজ মাওলা কাসেম জানান, “আমার ৩৫ জন শিক্ষার্থী এবারের দাখিলে অংশ নিয়েছে। ওদের ফল যেন ভালো হয়, সেই দোয়াতেই সকালটা কাটছে। ফোনে একেকজন খবর নিচ্ছে, কখন দিবে রেজাল্ট, কীভাবে দেখবে।”

গাজীপুরের শিক্ষক রফিকুল ইসলাম জানান, গতকাল স্কুলের মসজিদে মিলাদও হয়েছে। সকলেই চাইছে ভালো কিছু হোক।”

সোশ্যাল মিডিয়াতেও আজ সকাল থেকেই শিক্ষার্থীদের নানা পোস্ট, দোয়া চেয়ে লেখা স্ট্যাটাস আর বন্ধুবান্ধবদের মধ্যে উৎসাহের ছাপ চোখে পড়ছে।

ফলাফল প্রকাশের আগে এমন মানসিক চাপ, উদ্বেগ, উত্তেজনা আর ভালো ফলাফলের প্রত্যাশায় প্রার্থনার এই আবহ যেন এক জাতীয় আবেগে পরিণত হয়েছে। আজ দুপুর ২টা—এই সময়টিই হয়ে উঠবে অনেকের জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।

 ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।