Home First Lead তিন দিনের মধ্যে ঐকমত্য চূড়ান্তের আশা: ড. আলী রীয়াজ

তিন দিনের মধ্যে ঐকমত্য চূড়ান্তের আশা: ড. আলী রীয়াজ

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী তিন দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়ে প্রক্রিয়াটি চূড়ান্তে পৌঁছাতে সক্ষম হবে কমিশন।

রোববার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের সূচনায় তিনি এই বক্তব্য দেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ড. রীয়াজ বলেন, “আমি আশা করছি, আজ থেকে আগামী তিন দিনের মধ্যে আমরা অনেক কাজ সম্পন্ন করতে পারব। আপনাদের অব্যাহত সহযোগিতায় আমরা সকলে মিলে চেষ্টা করছি এবং এই চেষ্টায় সফলতা আসবে—এই বিশ্বাস আমাদের রাখতে হবে।”

তিনি জানান, এখনো পর্যন্ত যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা তালিকা আকারে প্রকাশ করা হচ্ছে না। তবে বড় কোনো মৌলিক আপত্তি উঠলে তা আলোচনা সভায় আনা হবে, নইলে নয়। তিনি বলেন, “প্রাথমিকভাবে আপনারা যেসব মতামত দিচ্ছেন, তা সংযোজন করেই চূড়ান্ত সনদ তৈরি হবে। সেখানে পটভূমি, প্রক্রিয়া ও প্রতিশ্রুতিগুলোর বিস্তারিত থাকবে।”

ড. রীয়াজ জানান, আজকের আলোচনায় নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ক প্রস্তাবটি নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে নাগরিক অধিকারগুলোকে একটি একক অধ্যায়ে সন্নিবেশ করে ‘বিল অব রাইটস’ আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়েছিল। যদিও অধিকাংশ রাজনৈতিক দল এ বিষয়ে একমত হতে পারেনি, তবে তারা অধিকার সম্প্রসারণে নীতিগতভাবে সহমত পোষণ করেছে।

পুলিশ কমিশন গঠনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “কমিশনের প্রাথমিক ১৬৬টি সুপারিশে এটি ছিল না, তবে নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকে এই প্রশ্ন উঠে এসেছে কেন বিষয়টি উপেক্ষিত। গত ১৬ বছরে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার ভিত্তিতে এখন আমরা একটি পুলিশ কমিশনের প্রস্তাব সংযুক্ত করেছি।”

বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, পুলিশ কমিশন এবং মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ড. আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে প্রক্রিয়াটি চূড়ান্তে পৌঁছাতে পারবে কমিশন। আলোচনায় মৌলিক অধিকার ও পুলিশ কমিশনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


জাতীয় ঐকমত্য প্রক্রিয়ার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।