বিনোদন ডেস্ক: বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে ফের সরব নেটদুনিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, অভিষেক বচ্চন কালো স্যুটে সুদর্শন রূপে, আর ঐশ্বরিয়া লাল রঙের ঝলমলে স্যুটে যেন রূপের রাজকন্যা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে ধারণা করেন, এটি নাকি এ বছরের কারওয়া চৌথ উৎসবের দৃশ্য, যেখানে স্বামী–স্ত্রী একসঙ্গে উদ্যাপন করছেন।
তবে বিষয়টি আসলে ভিন্ন। যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ২০২৫ সালের নয়—এটি ২০১৯ সালের এক পুরনো আয়োজনের। ঐ বছর ব্যবসায়ী মুকেশ আম্বানির বোন নীনা কোঠারির মেয়ে নয়নতারা কোঠারির প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। সেই জমকালো আয়োজনে তোলা ভিডিওটিই এবার নতুন করে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল আম্বানিদের মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলিয়ায়।
ভিডিওটি ঘিরে বিভ্রান্তি দূর করতে সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারীই মন্তব্য করেছেন, “ভুল তথ্য, এটি কারওয়া চৌথের নয়, ২০১৯ সালের আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টির ভিডিও।” কেউ লিখেছেন, “এটা অনেক পুরনো ভিডিও, প্রায় ৮–১০ বছরের।” আরেকজন মজা করে মন্তব্য করেন, “পুরনো ভিডিও, এখন আর ঐশ্বরিয়া এভাবে দেখায় না!”
এদিকে, ২০২৫ সালটি অভিষেক বচ্চনের জন্য বিশেষ এক বছর। এই বছর তিনি বলিউডে ২৫ বছর পূর্ণ করেছেন এবং I Want to Talk (২০২৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন। পুরস্কার গ্রহণের সময় তিনি স্ত্রী ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্যাকে উল্লেখ করলেও, তারা উপস্থিত ছিলেন না, যা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে এই ভাইরাল পুরনো ভিডিওই ভক্তদের খানিকটা স্বস্তি দিয়েছে, যদিও সত্যি বলতে — এটি কোনো নতুন কারওয়া চৌথ উদ্যাপনের ভিডিও নয়, বরং কয়েক বছরের পুরনো এক ঝলক।