Home বিনোদন প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চনের ঝলক

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চনের ঝলক

প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক: প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক ফ্যাশনের মহামঞ্চ প্যারিস ফ্যাশন উইক ২০২৫-এ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড তারকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’অরিয়াল প্যারিসের বৈশ্বিক অ্যাম্বাসেডর হিসেবে তিনি এবার অংশ নেন ব্র্যান্ডটির বিশেষ শো “Le Défilé L’Oréal Paris”-এ।

র‌্যাম্পে হাঁটার জন্য ঐশ্বরিয়া বেছে নেন ডিজাইনার মানীশ মালহোত্রার শেরওয়ানি-প্রেরণাদায়ী আধুনিক পোশাক। হীরা খচিত নেকলেস ও ঝলমলে অলঙ্করণে সমৃদ্ধ পোশাকটিতে ছিল রাজকীয় ঔজ্জ্বল্য। ঐশ্বরিয়ার মেকআপেও ফুটে ওঠে তাঁর স্বকীয়তা— উজ্জ্বল লাল ঠোঁট, নিখুঁত কনট্যুর এবং উজ্জ্বল ত্বক। ঢেউ খেলানো চুল তাঁর লুককে করে তোলে আরও আকর্ষণীয়।

শো চলাকালে ঘটে এক আবেগঘন ঘটনা। এক তরুণ ইনফ্লুয়েন্সার ব্যাকস্টেজে এসে অভিনেত্রীকে জানান, তাঁর স্বামী-স্ত্রীর সম্পর্কের সূত্রপাত হয়েছিল ঐশ্বরিয়ার অনুপ্রেরণায়। আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী তাঁদের পরিবারের প্রতি আশীর্বাদ জানান এবং স্মৃতিচিহ্ন হিসেবে উপহার দেন একটি লিপস্টিক। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্যারিসে ঐশ্বরিয়া সময় কাটান একাধিক আন্তর্জাতিক তারকার সঙ্গে। “ব্রিজারটন” সিরিজের অভিনেত্রী সিমোন অ্যাশলে এবং দীর্ঘদিনের বন্ধু ইভা লংগোরিয়ার সঙ্গে তাঁর তোলা সেলফি ইতোমধ্যেই ভাইরাল।

নেটিজেনরা র‌্যাম্পে ঐশ্বরিয়ার ঝলমলে উপস্থিতি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই তাঁকে আখ্যা দিয়েছেন “গ্লোবাল ফেনোমেনন” বা বৈশ্বিক তারকা। তবে পোশাকের ধরন ও সাজসজ্জা নিয়ে কিছু সমালোচনাও উঠে এসেছে। সমালোচনা সত্ত্বেও প্যারিস ফ্যাশন উইকের অন্যতম আকর্ষণ হয়ে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

ফ্যাশনের রঙিন দুনিয়ায় আবারও প্রমাণিত হলো— বলিউডের গণ্ডি পেরিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন এখনো বিশ্বমঞ্চে এক অনন্য নাম, যিনি সৌন্দর্যের পাশাপাশি মানবিকতা দিয়েও জয় করেন ভক্তদের মন।