মুখ খুললেন অভিষেক বচ্চন
বিনোদন ডেস্ক: তারকা সন্তান হিসেবে জন্মের পর থেকেই লাইমলাইটে আরাধ্যা বচ্চন। তার হাঁটাচলা থেকে শুরু করে কথা বলার ভঙ্গি—সবকিছুতেই থাকে নেটিজেনদের বাড়তি নজর। তবে গত দেড় বছর ধরে বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে চলা গুঞ্জন আরাধ্যার ওপর কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে কৌতূহল অনেকেরই। বিশেষ করে অভিষেক ও ঐশ্বর্যর বিচ্ছেদের খবরে যখন সরগরম নেটপাড়া, তখন কেমন আছে তাদের একমাত্র কন্যা? এ বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং অভিষেক বচ্চন।
গত প্রায় দেড় বছর ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন, ফাটল ধরেছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি অনুষ্ঠানে ঐশ্বর্য নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে কেবল ‘রাই’ ব্যবহার করার পর সেই জল্পনার আগুনে ঘি পড়ে। নেটদুনিয়ায় অনেকেই ধরে নেন, তবে কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি?
বাবা-মায়ের সম্পর্কের এই টানাপড়েনের খবর কি আরাধ্যার কানে পৌঁছায়? এক সাক্ষাৎকারে অভিষেক স্পষ্ট জানান, মেয়ে বড় হলেও সে এখনো সোশ্যাল মিডিয়া থেকে দূরে। পড়াশোনার প্রয়োজনে ল্যাপটপ বা ইন্টারনেট ব্যবহার করলেও অনলাইনের এসব চর্চা তাকে স্পর্শ করে না।
মেয়ের পরিপক্বতা ও ঐশ্বর্যর প্যারেন্টিংয়ের প্রশংসা করে অভিষেক বলেন, ‘‘আরাধ্যা খুব পরিণত একটি মেয়ে। ওর নিজের কোনো ফোন নেই। এসব বিষয় নিয়ে ও মোটেও ভাবিত নয়। ও স্কুল খুব ভালোবাসে, নিজের হোমওয়ার্ক নিয়েই ব্যস্ত থাকে। আমার তো মনে হয় না, ও আমাদের নাম গুগলে খুঁজে পর্যন্ত দেখে।’’
চারপাশের এত গুঞ্জন ও নেতিবাচক আলোচনা থেকে মেয়েকে দূরে রাখার সম্পূর্ণ কৃতিত্ব স্ত্রী ঐশ্বর্যকেই দিয়েছেন জুনিয়র বচ্চন। তিনি বলেন, ‘‘ওর মা ওকে সেই শিক্ষাই দিয়েছে। চারপাশে যা শোনা যাচ্ছে, তাতে কান না দেওয়ার শিক্ষাই ও পেয়েছে। আমরা পরিবার হিসেবে একে অপরের প্রতি সৎ।’’
অভিষেকের এই বক্তব্যে স্পষ্ট, বাইরে ঝড় বইলেও মেয়েকে আগলে রেখে তাকে স্বাভাবিক শৈশব দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই তারকা দম্পতি। আরাধ্যাও তার সংস্কার ও শিক্ষার গুণে নিজেকে এসব বিতর্ক থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে।










