Home শিক্ষা সেই অধ্যক্ষ শামসুল হককে ওএসডি

সেই অধ্যক্ষ শামসুল হককে ওএসডি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হককে পদ থেকে সরিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যক্ষ সামসুল হককে নওগাঁ সরকারি কলেজ থেকে অপসারণ করে মাউশি, ঢাকায় ওএসডি করা হয়েছে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সংযুক্ত করা হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
অভিযোগের পটভূমি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অধ্যক্ষ সামসুল হক কলেজছাত্রীদের আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। তিনি এক পর্যায়ে শিক্ষার্থীদের সৌন্দর্যের প্রশংসা করে আরও ‘সুন্দর’ ছবি চাইতে থাকেন।

একটি স্ক্রিনশটে তাকে লিখতে দেখা যায়, “নতুন বউ এর সাজে দেখা করলে না?”। উত্তরে ছাত্রী জানান, স্টল থেকে বের হওয়ার সময় পাননি। তখন সামসুল হক লেখেন, “আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম”। অন্য এক স্ক্রিনশটে তিনি এক ছাত্রীকে জিজ্ঞেস করেন, “আমি কি তার মধ্যে?”—যখন ছাত্রী একটি স্টোরিতে লিখেছিলেন, “কিছু মানুষের সাথে দূরত্ব হওয়া ভীষণ দরকার”

শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

গত ১৪ সেপ্টেম্বর নওগাঁ সরকারি কলেজের গেটে এসব স্ক্রিনশট ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, অধ্যক্ষ সামসুল হক বারবার ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।

পরে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এসব বিষয়ে সরাসরি কোনো ছাত্রী মুখ খুলতে নারাজ।

প্রশাসনের অবস্থান

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সামসুল হকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।