Home আন্তর্জাতিক শিক্ষিকার ‘অন্য রূপ’ ফাঁস,

শিক্ষিকার ‘অন্য রূপ’ ফাঁস,

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের বানারম্যান হাই স্কুলের পদত্যাগী পদার্থবিদ্যা শিক্ষিকা কির্সটি বুশান এবার যাচ্ছেন শাস্তিমূলক শুনানিতে। জানা গেছে, ‘ওনলি ফ্যানস’ নামের প্রাপ্তবয়স্ক অনলাইন প্ল্যাটফর্মে খোলামেলা ছবি ও ভিডিও বিক্রি করতেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিদ্যালয় থেকে ইস্তফা দেন ৩৪ বছর বয়সী এই শিক্ষক।

জানা যায়, ‘জেসিকা জ্যাকর্যাবিটএক্স’ ছদ্মনামে কির্সটি একটি প্রোফাইল চালাতেন, যেখানে তার বায়োতে লেখা ছিল— ‘ভালো শিক্ষিকা থেকে একেবারে খারাপ শিক্ষিকা’। অভিযোগ রয়েছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ওই প্ল্যাটফর্মে নিয়মিত অশ্লীল কনটেন্ট আপলোড করেছেন এবং প্রকাশ্যে প্রোফাইলটি খুলে রেখেছেন, যাতে ১৮ বছরের কম বয়সীরাও সাবস্ক্রিপশন ছাড়া প্রবেশ করতে পারতো।

এ নিয়ে গ্লাসগো সিটি কাউন্সিল একটি তদন্ত শুরু করে এবং বিষয়টি জেনারেল টিচিং কাউন্সিল ফর স্কটল্যান্ড (জিটিসিএস)-এর কাছে পাঠায়। এখন একটি ভার্চুয়াল শুনানিতে তিনটি গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন কির্সটি বুশান।

তবে এই শিক্ষিকার দাবি, বিদ্যালয়ে বেতনসংক্রান্ত সমস্যার কারণে তিনি অতিরিক্ত আয়ের জন্য ওনলি ফ্যানসে যোগ দিয়েছিলেন। একটি জাতীয় পত্রিকাকে তিনি বলেন, “আমি চাই আমার গল্পটা সকলে জানুক। একজন মা হিসেবে সন্তানের দায়িত্ব পালনে আমাকে বিকল্প পথ খুঁজতে হয়েছিল।”

২০২২ সালে ওই পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময়ও তিনি শিক্ষকতার পদে ছিলেন, যা নিয়েও আপত্তি তুলেছে শিক্ষা পর্ষদ। তাদের মতে, তার এমন আচরণ শিক্ষা পেশার মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এতে ‘অপেশাদারিত্ব ও অখণ্ডতার অভাব’ ফুটে উঠেছে।

জানা গেছে, এক মাসেই ওনলি ফ্যানস থেকে তিনি প্রায় ৬০ হাজার পাউন্ড আয় করেছিলেন। এর আগে তিনি ছোটখাটো অভিনয়ের কাজও করতেন এবং স্টারনাউ নামের একটি সাইটে নিজের প্রোফাইল খুলেছিলেন, যেখানে লেখা ছিল, “শিশুদের সঙ্গে কাজ করাই আমার সবচেয়ে পছন্দ।”

এদিকে সাবেক শিক্ষিকাকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরাও সোচ্চার হয়। এক শিক্ষার্থী ইনস্টাগ্রামে লেখে, “আপনি আমাদের স্কুলে আসার কারণ ছিলেন। আমরা কৃতজ্ঞ।”

আগামী সপ্তাহে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে প্রমাণিত হলে তার শিক্ষাদানের অধিকার খারিজ হয়ে যেতে পারে।

আপনার মতামত জানাতে নিচে মন্তব্য করুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
📢 শেয়ার করুন, মত দিন, সচেতন হোন।
❤️ আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা।