বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অবশেষে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিশ্বস্ত সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সরাসরি চাপের মুখে এ পদত্যাগ আসে। গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন।
এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই পুনর্গঠনের অংশ হিসেবে ওবায়েদ উল্লাহকে চেয়ারম্যান করা হয়। তিনি বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল বলেও জানা যায়।
চেয়ারম্যান হওয়ার পর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ অবস্থায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় হয়। অবশেষে পদত্যাগের মাধ্যমে তার বিদায় ঘটল।
বর্তমানে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নেতৃত্বের এই পরিবর্তন ইসলামী ব্যাংকের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল একটি ব্যক্তির বিদায় নয়—বরং দীর্ঘদিনের বিতর্ক, রাজনৈতিক হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণহীনতার অবসান ঘটিয়ে একটি সুশাসিত ও স্থিতিশীল ব্যাংক ব্যবস্থার দিকে যাওয়ার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সামনে ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রণাধীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটিও সত্য, ব্যাংকটি যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল—তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সহজ হবে না।