Home আন্তর্জাতিক ওমানের ঐতিহাসিক সিদ্ধান্ত: নাগরিকদের আয়ের ওপর কর আরোপ

ওমানের ঐতিহাসিক সিদ্ধান্ত: নাগরিকদের আয়ের ওপর কর আরোপ

মাহবুবুল হক, মাস্কাট ( ওমান ): তেল-নির্ভরতা থেকে অর্থনীতিকে সরিয়ে আনতে নতুন দৃষ্টান্ত স্থাপন করল ওমান। ইতিহাসে প্রথমবারের মতো দেশটি নাগরিকদের ব্যক্তিগত আয়ের ওপর কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সুলতানের জারি করা এক রয়্যাল ডিক্রিতে বলা হয়, ২০২৮ সাল থেকে উচ্চ আয়ের নাগরিকদের আয়কর দিতে হবে।

সরকারি সূত্রে জানা গেছে, যেসব ব্যক্তি বছরে ৪২ হাজার ওমানি রিয়াল বা তার বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকা) আয় করেন, তাদের ওপর ৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হবে। তবে এ কর কাঠামোর আওতায় পড়বেন মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ। বাকিরা থাকবেন করের বাইরে।

এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম, যেখানে ব্যক্তিগত আয় কর আগে কখনো চালু হয়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বা বাহরাইনে এখনো এ ধরনের কর আরোপ করা হয়নি।

কেন এই সিদ্ধান্ত?
ওমানের অর্থনীতি এখনও পর্যন্ত তেল ও গ্যাসভিত্তিক রাজস্বের ওপর অধিকাংশভাবে নির্ভরশীল। বর্তমানে দেশটির সরকারি বাজেটের প্রায় ৮৫ শতাংশ আসে তেল ও গ্যাস খাত থেকে। কিন্তু বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা ও ভবিষ্যতের পরিবেশ ঝুঁকি মাথায় রেখে ওমান ২০৪০ সালকে সামনে রেখে একটি অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা হাতে নিয়েছে, যার অংশ এই কর ব্যবস্থা।

কর কাঠামোর বিবরণ:

  • ব্যক্তিগত আয় ৪২,০০০ রিয়ালের বেশি হলে ৫ শতাংশ হারে কর দিতে হবে
  • এই কর আরোপ হবে ২০২৮ সাল থেকে
  • মোট জনসংখ্যার ৯৯ শতাংশ এ করের আওতার বাইরে থাকবে
  • শিক্ষা, চিকিৎসা, আবাসন, দান ও যাকাত খাতে কর অব্যাহতির সুযোগ থাকবে

প্রতিক্রিয়া ও সম্ভাব্য প্রভাব:
ওমান সরকারের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন, উচ্চ আয়ের খুব অল্প অংশ মানুষের ওপর সীমিত হারে কর আরোপ করে ওমান একদিকে যেমন রাজস্বের নতুন উৎস তৈরি করছে, অন্যদিকে সমাজে সাম্যতাকেও গুরুত্ব দিচ্ছে।

এ সিদ্ধান্তে প্রবাসী কর্মীদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। তবে কর নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রশাসনিক সক্ষমতা ও প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ওমান সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। তাদের মতে, এটি দেশটির অর্থনীতিকে দীর্ঘমেয়াদে আরও স্থিতিশীল করবে।

আপনার মতামত দিন | নিচে কমেন্ট করুন | শেয়ার করুন