এভিয়েশন ডেস্ক:
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ওমান এয়ারপোর্টস সম্প্রতি দুটি নতুন আন্তর্জাতিক রুট অনুমোদন করেছে। এর মাধ্যমে দেশটির পর্যটন ও অর্থনৈতিক খাতে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এক বিবৃতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার রেড উইংস এয়ারলাইন্স আগামী ২২ জুন থেকে মাস্কাট ও রুশ অবকাশ যাপন নগরী সোচির মধ্যে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে। কৃষ্ণ সাগর তীরবর্তী এই জনপ্রিয় গন্তব্যের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ফলে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
ওমান এয়ারপোর্টস এই সিদ্ধান্তকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এটি শুধু নতুন এয়ারলাইন্স যুক্ত করাই নয়, বরং বৈশ্বিক গন্তব্যের সংখ্যা বাড়ানো এবং দেশের অর্থনৈতিক ও পর্যটন খাতকে সমর্থন দেওয়ার অংশ।
ওমান এয়ারপোর্টস এক বিবৃতিতে জানায়, আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, রেড উইংসের ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ায়। আমাদের এয়ার নেটওয়ার্কে নতুন এই সংযুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা আন্তর্জাতিক সংযোগ বাড়াবে এবং বৈশ্বিক সহযোগিতার নতুন দুয়ার খুলবে।
এদিকে পৃথক এক ঘোষণায় ওমান এয়ারপোর্টস নিশ্চিত করেছে, ভারতের স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সম্প্রতি কেরালার কন্নুর এবং মাস্কাটের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। গত সপ্তাহে চালু হওয়া এই রুটে সপ্তাহে তিনবার ফ্লাইট চলবে। এর ফলে ভারত ও ওমানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে এবং দক্ষিণ ভারতের সঙ্গে সংযোগ আরও মজবুত হবে।
এই রুট চালুর উদ্যোগ ওমান এয়ারপোর্টসের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হচ্ছে সরাসরি আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি এবং পর্যটনে গতিশীলতা আনা।
এদিকে ওমানের বিমানবন্দরগুলো ২০২৫ সালের মার্চ মাসে যাত্রী পরিবহনে ৮ দশমিক ৫ শতাংশ হ্রাসের সম্মুখীন হয়েছে। এ মাসে যাত্রী সংখ্যা ছিল ৩৫ লাখ ৪০ হাজার, যেখানে ২০২৪ সালের মার্চে সংখ্যা ছিল ৩৮ লাখ ৪০ হাজার।
তবে এখনও পর্যন্ত ওমানের প্রধান কেন্দ্র হিসেবে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরই সবচেয়ে বড় ভূমিকা রাখছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত এ বিমানবন্দর দিয়ে ৩১ লাখ ৮০ হাজার যাত্রী যাতায়াত করেছেন।
ওমানের নতুন আন্তর্জাতিক ফ্লাইট নীতির মাধ্যমে বৈশ্বিক সংযোগ বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ ও পর্যটন উৎসাহিত করার যে লক্ষ্য, তারই বাস্তব প্রতিফলন ঘটছে এই ফ্লাইট চালুর মাধ্যমে।