আন্তর্জাতিক ডেস্ক:
চীনের হেইলংজিয়াং প্রদেশের সাবেক ডেপুটি গভর্নর ওয়াং ইয়িক্সিনকে গতকাল শুক্রবার ১২৯ মিলিয়ন ইউয়ান (প্রায় ১৭.৯ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ গ্রহণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে শানডং প্রদেশের হেজে ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট।
আদালতের বিবৃতিতে বলা হয়, ওয়াং ইয়িক্সিন দীর্ঘ সময় ধরে সরকারি পদে থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যবসা ও প্রকল্পে অবৈধভাবে কোটি কোটি টাকা গ্রহণ করেন। এই অভিযোগে তার বিরুদ্ধে ব্যাপক তদন্ত পরিচালিত হয় এবং পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর তাকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি দেয়া হয়।
ওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি প্রকল্পের অনুমোদন, ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে অবৈধ অর্থ গ্রহণ করতেন এবং তার এই কর্মকাণ্ড প্রশাসনিক নীতিমালা ও আইন লঙ্ঘন করেছিল। এই ধরনের দুর্নীতি কেবল অর্থনৈতিক ক্ষতি করেনি, দেশের প্রশাসনিক স্বচ্ছতার ওপরও গভীর প্রভাব ফেলেছে বলে জানানো হয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকার দুর্নীতি দমন অভিযানকে কঠোরভাবে হাতে নিয়েছে এবং উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এই ধরনের মামলাগুলো ক্রমাগত কার্যকর হচ্ছে। ওয়াং ইয়িক্সিনের শাস্তি এ প্রতিশ্রুতিরই অংশ।
এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, চীনের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে।