আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম ব্যতিক্রমী কায়দায় নিজের ভক্তদের সুস্থ জীবনযাপনের পরামর্শ দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করে তিনি বলেন, “আমি জানি আজ রোববার, সবাই দেরিতে ঘুম থেকে উঠেছেন। কিন্তু একটু হলেও হাঁটাহাঁটি করুন, শরীরচর্চা করুন।”
ভিডিওটির শুরুতে তিনি হালকা হাস্যরসের ছোঁয়ায় পাঞ্জাবি ভাষায় বলেন, “আমি ভাবলাম সবাইকে জাগিয়ে দিই। আশা করি তোমরা সকলে ব্যায়াম করো।” এরপরই তিনি বলেন, “আজ আমারও ছুটি ছিল, তবু আমি ব্যায়াম বাদ দিইনি। কারণ তোমরা যদি জেদি হও, আমি তোমাদের থেকেও বেশি জেদি।”
ওয়াসিম আকরাম আরও বলেন, “আমি জানি আজ সবাই দেরিতে ঘুমিয়েছে এবং সকালে আয়নার সামনে নিজেকে দারুণ লাগছে ভাবছে। কিন্তু শরীরচর্চা ছাড়া নিজেকে ফিট রাখা সম্ভব না। তাই নিজেকে পশু নয়, মানুষ ভেবে খাও এবং শরীরচর্চা করো।”
সাবেক এই ক্রিকেটার তার কৌতুকপূর্ণ উপস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন। অনেকে কমেন্টে লিখেছেন, “আপনার অনুপ্রেরণা আমাদের চালিয়ে যেতে সাহায্য করে।” আবার কেউ লিখেছেন, “এই বয়সেও যেভাবে ফিটনেস ধরে রেখেছেন, তা সত্যিই অবাক করে।”
প্রসঙ্গত, ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল নাম, যিনি শুধু খেলোয়াড় হিসেবে নয়, এক জনদরদী ব্যক্তিত্ব হিসেবেও সর্বত্র শ্রদ্ধার পাত্র।