Home First Lead সন্ধ্যায় দেশে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ

সন্ধ্যায় দেশে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ

ওসমান হাদি

 জানাজা ও শেষ বিদায়ের প্রস্তুতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখসারীর অকুতোভয় যোদ্ধা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন এই তরুণ সংগঠক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ডা. আহাদ বলেন, “সিঙ্গাপুরে প্রয়োজনীয় সব দাপ্তরিক প্রক্রিয়া ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির স্বজনরা উপস্থিত থাকবেন।”

শোকের ছায়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে

শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে দেশজুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জুলাই অভ্যুত্থানে তার সাহসী নেতৃত্বের কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন ছাত্র-জনতার সংগঠন এই মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে। তারা শরিফ ওসমান হাদিকে ‘গণতন্ত্র ও ন্যায়ের পথে আপসহীন কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করে তার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পরবর্তী কর্মসূচি

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে জানানো হয়েছে, সকাল ১০টায় সিঙ্গাপুর আঙুলিয়া মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২০ ডিসেম্বর) তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য: গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে টানা কয়েকদিন লড়াই করার পর ১৯ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৯৩ সালে শরিফ ওসমান হাদির জন্ম । দেশের রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।