Home জাতীয় ওসমান হাদির মৃত্যুতে উত্তাল ঢাবি ক্যাম্পাস: শোক মিছিল

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল ঢাবি ক্যাম্পাস: শোক মিছিল

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাবি শিক্ষার্থীরা হলপাড়া থেকে একটি বিশাল শোক মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন এবং সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন ডাকসুর নেতারাও।

শোক মিছিলে শিক্ষার্থীরা “আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব”, “ভারতীয় আগ্রাসন রুখে দাও”, “আমার ভাই কবরে খুনি কেন বাইরে” ইত্যাদি স্লোগানে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

এদিকে, জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে আরেকটি শোক মিছিল টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে শাহবাগ মোড়ে জড়ো হয়। শাহবাগে আগে থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন। এই মিছিলে “লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “জান দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই”, “একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর”, “তুমি কে আমি কে, হাদি হাদি” ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের, ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং ঢাবি শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসির চৌধুরীসহ অন্যান্য নেতারা অংশ নেন।

রাজু ভাস্কর্যের কর্মসূচিতে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “আজকে কথা বলার অবস্থা নেই। আমাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে। দুই হাজার জীবন দেওয়ার পরও কেন স্বাধীন দেশে জুলাই যোদ্ধাকে গুলি খেয়ে মরতে হচ্ছে।” এফ রহমান হলের শিক্ষার্থী রিয়াদুল জুবাহ বলেন, “হাদি ভাই রক্তের কসম, ভারতীয় আধিপত্যবাদ মুছে দিব। আমাদের লড়াই চলবে।”

শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও শোক মিছিল ওসমান হাদির মৃত্যুতে জনমনে সৃষ্টি হওয়া ক্ষোভ ও উদ্বেগেরই প্রতিফলন। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com