বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কলকাতা: গ্রামের ডোবার পাড়ে ছিল সকালবেলার সুনসান ছায়া। মাছ ধরতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুতাও আবার এক তরতাজা ২২ বছরের যুবকের, কে ভাবতে পেরেছিল! দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার তিলপি গ্রামে সোমবার সকালে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
মৃত যুবকের নাম আজিজুর মোল্লা। পেশায় দর্জি, অথচ অবসরে গ্রামের ডোবার পাড়ে বসে মাছ ধরায় ছিল তাঁর আনন্দ। কিন্তু সেই আনন্দের মুহূর্তই হয়ে উঠল তাঁর জীবনের শেষ অধ্যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোবার পাড়ে বসে আজিজুর একটানা মাছ ধরছিলেন। একটি কই মাছ ধরার পরে, সেটিকে সাময়িকভাবে মুখে রেখে আরেকটি মাছ ধরতে উদ্যত হন তিনি। ঠিক সেই সময় ঘটে যায় বিপদ। মাছটি পিছলে গিয়ে গলার মধ্যে ঢুকে যায়। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।
চোখের সামনে ছটফট করতে থাকা ছেলেকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত গ্রামবাসীরা। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে, হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, মাছটি শ্বাসনালী আটকে দিয়েছিল, ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
আজিজুরের মৃত্যু যেন এক মুহূর্তে স্তব্ধ করে দেয় তিলপি গ্রামের কোলাহল। কান্নায় ভেঙে পড়েন আজিজুরের বাবা-মা, ভাইবোন এবং আত্মীয়স্বজনরা। প্রতিবেশীদের চোখেও জল—কারণ এমন মৃত্যু কেউ আশা করেনি। সকলে বলছেন, “একটুখানি অসাবধানতা, আর তাতেই হারিয়ে গেল একটা জীবন।”
জয়নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এই ঘটনাটি কেবল একটি ব্যক্তিগত শোক নয়, এটি যেন গ্রামীণ জীবনের এক নীরব সতর্কবার্তা। দৈনন্দিন জীবনের সামান্য কাজেও কতটা সাবধান থাকা প্রয়োজন, তা আজিজুরের মৃত্যু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
একটি হাসিখুশি, পরিশ্রমী তরুণ যার জীবনে হয়তো অনেক স্বপ্ন ছিল, যিনি হয়তো ঘরে বসে নতুন জামা বানানোর কথা ভেবেছিলেন, তার জীবনের যবনিকা পড়ল একটিমাত্র মূহূর্তে, একটিমাত্র ভুলে।