Home First Lead কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

 কক্সবাজার বিমানবন্দর
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বহুল আলোচিত কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন সরকার স্থগিত করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। সরকারি পক্ষ থেকে আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্যা সিভিল এভিয়েশন রুল ১৯৮৪-এর সাবরুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দিচ্ছে এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন জারির আগে, চলতি বছরের ২ অক্টোবর থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশি ও বিদেশি এয়ারলাইনসকে চিঠি পাঠিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বলেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্সও কলকাতা-কক্সবাজার রুটের মাধ্যমে বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছিল।

সরকারি স্থগিতাদেশ আসার পর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়াটি আপাতত অনিশ্চয়তায় পড়েছে। স্থগিতাদেশের কারণ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী রোববার এই স্থগিতাদেশ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

কক্সবাজারের পর্যটন এবং বিমান সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক মর্যাদা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল। তবে মাত্র ১২ দিনের মাথায় এই আকস্মিক স্থগিতাদেশ দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের জন্য নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

এই প্রজ্ঞাপনের স্থগিতাদেশের কারণে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পরিকল্পনা বর্তমানে স্থগিত রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর জানা যাবে।