Home বিনোদন হলিউডের পথে কঙ্গনা, রাজনীতি আর অভিনয় দুটোই চালানোর ইঙ্গিত

হলিউডের পথে কঙ্গনা, রাজনীতি আর অভিনয় দুটোই চালানোর ইঙ্গিত

কঙ্গনা রনৌত
বিনোদন ডেস্ক: হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত সম্প্রতি আবার একবার ইঙ্গিত দিয়েছেন যে, রাজনীতি এখন তার জন্য আগে মতো আনন্দদায়ক নয়। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী সম্প্রতি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন এবং কঙ্গনা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

কঙ্গনা বলেন, “যে সব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায়ও সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি থাকা উচিত। রাজনীতি এমন একটি পেশা যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি এর মধ্যে নিজেদের কাজেও সময় ব্যয় করেন, তাদের নিয়ে আবার মশকরা করা হয়।”

তিনি আরও বলেন, “অন্য পেশায় থাকলেও যারা রাজনীতিতে আসেন, তাদের পরিস্থিতি মানুষের বোঝা উচিত। রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।”

সম্প্রতি বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন, “আমি কখনওই আমার চলচ্চিত্রদুনিয়া ছেড়ে মন্ত্রী হতে চাইনি।” কঙ্গনা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

অভিনয় এবং রাজনীতির দুই জগতে একসাথে পথ চলার প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমি একটা বিষয় বুঝেছি। একজন সাংসদকে যে বেতন দেওয়া হয়, তাতে রাঁধুনি বা গাড়ি চালকের বেতন পরিয়ে দেওয়ার পরে থাকে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। তাই রাজনীতিতে সৎ পথে উপার্জন করেও জীবনধারণ করা কঠিন। এজন্য দরকার একটি চাকরি।”

অভিনয়ের দিকেও ইঙ্গিত দিয়ে তিনি জানান, ‘ইমার্জেন্সি’ ছবির পর থেকে আর কোনও কাজ করেননি। শোনা যাচ্ছে, তিনি এবার হলিউডে পাড়ি দিতে পারেন।

কঙ্গনার এই মন্তব্য রাজনীতির সঙ্গে শিল্পীদের সম্পর্ক এবং তাদের সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।