Home First Lead দেড়মাস পর বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

দেড়মাস পর বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দেড় মাস বন্ধ থাকার পর ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা মজুদ শেষ হওয়ায় কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

শনিবার ৯ আগস্ট সকালে খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন পুনরায় শুরু করা হয়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন এবং রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় উৎপাদন শুরু সম্ভব হয়েছে। নতুন ফেজ থেকে মোট ৩ দশমিক ৯৪ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৩০৫ নম্বর ফেজ থেকে মোট ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলিত হয়েছে। নতুন ফেজ থেকে প্রথম সপ্তাহে দৈনিক দেড় হাজার থেকে দুই হাজার টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে এই পরিমাণ বাড়িয়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন পর্যন্ত উত্তোলন করার লক্ষ্য রাখা হয়েছে।

উত্তোলিত কয়লাটি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে যা দেশের বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে বলে খনি কর্তৃপক্ষ আশা করছে।

খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, ১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পুরোনো ফেজ থেকে যন্ত্রপাতি স্যালভেজ এবং মেইনটেন্যান্সের কাজ শেষ করে উৎপাদন শুরু করা হয়েছে। তিনি জানান এটি ৪র্থ স্লাইসের ৩ নম্বর ফেজ। শুরুর দিকে প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ টন কয়লা উত্তোলন করা হবে এবং ধীরে ধীরে পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩০০০ থেকে ৩৫০০ টন পর্যন্ত পৌঁছাবে।

তিনি আরও বলেন উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।