পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.১৭ শতাংশ। এই বাস্তবতায় করমুক্ত সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি ও মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কিছুটা কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, করমুক্ত আয়ের বর্তমান সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হচ্ছে।
এই প্রস্তাব আগামী ১৫ মে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করা হবে। এরপর ১৯ মে তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিবেচনার জন্য পাঠানো হবে। বাজেট ঘোষণা হতে পারে আগামী ২ জুন।
গত কয়েক বছর ধরে লাগাতার মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের আয়-ব্যয়ে ভারসাম্য বিঘ্নিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.১৭ শতাংশ। এই বাস্তবতায় করমুক্ত সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
২০২৩-২৪ অর্থবছরে সরকার করমুক্ত সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা করেছিল। চলতি বছর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আরও ৫০ হাজার টাকা বাড়ানোর সুপারিশ করে। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এই সীমা ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানায়।
করমুক্ত সীমা বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়পত্র বিনিয়োগে কিছু নিয়ম শিথিল করার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হয়। নতুন প্রস্তাব অনুযায়ী এই সীমা বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হতে পারে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পান।
এছাড়া নতুন ব্যবসা শুরু করার সময় লাইসেন্স গ্রহণে কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও শিথিল করা হতে পারে। তবে ব্যবসার লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
অন্যদিকে, ব্যবসায়িক কর অবকাশ ও হ্রাসকৃত করহারের সুবিধা আগামী বাজেটে সম্প্রসারিত হচ্ছে না। রাজস্ব আহরণ বাড়াতে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের চলমান ঋণচুক্তির শর্ত পূরণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কর ছাড়ের সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো বাতিল হবে, আবার কিছু সীমিতভাবে কার্যকর থাকবে নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে।