Home বিনোদন শাহরুখের হাতে হাত রেখে ফিরলেন দীপিকা! কল্কি বাদ, এবার বাজিমাত ‘কিং’-এ

শাহরুখের হাতে হাত রেখে ফিরলেন দীপিকা! কল্কি বাদ, এবার বাজিমাত ‘কিং’-এ

বিনোদন ডেস্ক: বলিউডের গসিপের বাজারে ঝড় উঠেছে! সদ্যই শোনা গেল— নাগ অশ্বিনের ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। ঠিক সেই মুহূর্তেই নায়িকা যেন ছুড়ে দিলেন চমক— শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এ দেখা যাবে তাঁকে!

শনিবার দীপিকা ইনস্টাগ্রামে শেয়ার করলেন এক ছবি। প্রথম দেখায় যেন সাধারণ! কিন্তু একটু খুঁটিয়ে দেখলে চোখ আটকে যাবে— শাহরুখ খানের শক্ত হাতে শক্ত করে ধরা দীপিকার হাত। যেন ১৮ বছর আগের সেই মুহূর্ত— *‘ওম শান্তি ওম’-এর হাতধরা শুরুর স্মৃতি ফিরিয়ে আনলেন নায়িকা।

ক্যাপশনে দীপিকা লিখলেন, “প্রথম শেখা জিনিসটাই আজও মনে আছে— সিনেমা বানানোর অভিজ্ঞতা আর মানুষের সঙ্গে সম্পর্কই আসল, সাফল্য নয়।” ভক্তরা বলছেন, আহা! এ তো একেবারে সূক্ষ্ম খোঁচা ‘কল্কি’ নির্মাতাদের উদ্দেশে!

তারপরেই দিলেন আসল বোমা— “তাহলে কি ষষ্ঠবারের মতো আমরা একসঙ্গে ফিরছি?” হ্যাশট্যাগে যুক্ত হল #King আর #DayOne। ব্যস! মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল— বলিউডে আবার ফিরছে কিং খান আর দীপিকার ম্যাজিক জুটি।

নায়িকার এই পোস্ট দেখে কমেন্ট সেকশনে হাজির স্বামী রণবীর সিংও। তবে অনুরাগীরা বলছেন, দীপিকার এ পোস্ট আসলে “সাবধানে লেখা খোলা চিঠি”— যারা তাঁকে ‘কল্কি’ থেকে বাদ দিয়েছিল, তাঁদের উদ্দেশেই!

এখন একটাই প্রশ্ন— দীপিকা-শাহরুখের হাত ধরে ‘কিং’ কি আবার বলিউডের রাজত্ব কাঁপাবে? না কি এ কেবল গসিপের মঞ্চে আরও এক ধাপ উত্তেজনা?