Home Second Lead হিলি দিয়ে আসছে ট্রাকে ট্রাকে কাঁচামরিচ

হিলি দিয়ে আসছে ট্রাকে ট্রাকে কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর): দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ভারতীয় দুটি ট্রাকে কাঁচা মরিচের প্রথম চালান বন্দরে প্রবেশ করে।

ভারতের ঝারখন্ড রাজ্যের গঙ্গেশ্বরি ইন্টারন্যাশনাল নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই কাঁচা মরিচ রপ্তানি করেছে। আর হিলি বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান এন.পি. ইন্টারন্যাশনাল এসব মরিচ আমদানি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হিলি স্থলবন্দরের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কোনো কাঁচা মরিচ এইপথে আমদানি হয়নি। সর্বশেষ গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। এরপর সীমান্ত মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ উৎপাদন ভালো থাকা এবং সরকারিভাবে আমদানিতে অনীহার কারণে আমদানি বন্ধ ছিল।

তবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে মরিচ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। এতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়ে অস্বাভাবিক দাম বেড়ে যায়। রাজধানী ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে কাঁচা মরিচের কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ওঠে, যা সাধারণ ভোক্তাদের জন্য উদ্বেগজনক হয়ে পড়ে।

হিলি আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ বলেন, “বাজারের অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানির উদ্যোগ নিয়েছি। এখন প্রাথমিকভাবে সীমিত পরিমাণে আমদানি শুরু হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে পুরোদমে মরিচ আমদানি হবে।”

তিনি আরও জানান, প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫টি ট্রাক কাঁচা মরিচ আসার প্রস্তুতি চলছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল হবে বলে আশা করছেন আমদানিকারকরা।

স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা মনে করছেন, সরকার যদি দ্রুত আমদানি কার্যক্রমে সহযোগিতা করে এবং শুল্ক কার্যক্রম সহজ করে, তাহলে দাম আরও কমে আসবে।

এদিকে ভোক্তাদের স্বস্তির কথা চিন্তা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে কাঁচা মরিচ আমদানিতে প্রয়োজনীয় ছাড় দেওয়া হচ্ছে, যাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক হয়।