বিনোদন ডেস্ক: ওমানের দক্ষিণ আশ শারকিয়াহ গভর্নরেটের নয়নাভিরাম উপকূল বার আল হিকমানে মঙ্গলবার শুরু হলো ‘ওমান কাইট ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবটিতে অংশ নিয়েছেন দেশি-বিদেশি ৯০ জনের বেশি কাইটবোর্ডার।
ওমানের সরকারি পর্যটন উন্নয়ন প্রতিষ্ঠান ওমরান গ্রুপের আয়োজনে, ওমান সেল, ভিজিট ওমান ও ওমান অ্যাডভেঞ্চার সেন্টারের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য ওমানকে অ্যাডভেঞ্চার ও স্পোর্টস পর্যটনের আন্তর্জাতিক গন্তব্য হিসেবে তুলে ধরা এবং দেশের সমুদ্রতীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা।
বার আল হিকমানের তীরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমরান গ্রুপের প্রধান নির্বাহী ড. হাশিল বিন ওবায়েদ আল মাহরুকি, ওমান সেলের প্রধান নির্বাহী ড. খামিস বিন সালেম আল জাবরি এবং উৎসবে অংশ নেওয়া আন্তর্জাতিক প্রতিযোগীরা।
ওমরান গ্রুপের অ্যাসেটস ম্যানেজার সুলতান বিন সুলেমান আল খুদুরি বলেন, “এ ধরনের ক্রীড়া উৎসব পর্যটকদের জন্য ওমানের উপকূলীয় সৌন্দর্য আবিষ্কারের এক অনন্য সুযোগ। এটি ওমানকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। পাশাপাশি আমাদের জাতীয় পর্যটন কৌশল ২০৪০ অনুযায়ী, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে টেকসই পর্যটনের ভিত্তি তৈরি করবে।”
তিনি আরও বলেন, “এই উৎসব ক্ষুদ্র ও গৃহভিত্তিক উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করে, যারা পরিবেশবান্ধব ও উদ্ভাবনী পর্যটনসেবা দিয়ে স্থানীয় অর্থনীতিকে চাঙা করেন।”
ওমান সেলের ইভেন্ট বিশেষজ্ঞ শায়মা সাঈদ আল আসমি বলেন, “ওমানের ভৌগলিক বৈচিত্র্য ও উপকূলীয় ঐশ্বর্য ক্রীড়া ও অ্যাডভেঞ্চার পর্যটনের বড় শক্তি। প্রতিটি গভর্নরেটের নিজস্ব পর্যটন সম্ভাবনা তুলে ধরাই এই উৎসবের অন্যতম লক্ষ্য।”
উৎসবের প্রধান আকর্ষণ হলো বহুপদক্ষেপে অনুষ্ঠিতব্য ‘ওমান ডাউনউইন্ডার’ প্রতিযোগিতা। এটি চারটি ধাপে অনুষ্ঠিত হবে— বার আল হিকমান থেকে মাসিরাহ দ্বীপ, মাসিরাহ থেকে রাস আল রুয়াইস হয়ে পিংক লেগুন, পিংক লেগুন থেকে আল আশখারা, এবং রাস আল জিনজ থেকে রাস আল হাদ পর্যন্ত।
এছাড়াও উৎসবে আরও কয়েকটি বিশেষ প্রতিযোগিতা থাকবে যেমন বার আল হিকমানে ‘কাইট কোর্স রেস’, মাসিরাহ দ্বীপে ‘কোস্টাল রেস’ এবং রাস আল হাদে ‘স্লালোম রেস’।
খেলাধুলার পাশাপাশি উৎসবে রয়েছে পরিবারবান্ধব নানা আয়োজন এবং আশখারা পৌর পার্কে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রদর্শনী।
এ বছর ‘ওমান কাইট ফেস্টিভ্যাল’ আন্তর্জাতিক সংস্থা ‘সেইলরস ফর দ্য সি’ কর্তৃক পরিবেশবান্ধব জলক্রীড়া উৎসব হিসেবে নিবন্ধিত হয়েছে। উৎসবটি ওমানের পরিবেশ সোসাইটির সঙ্গে যৌথভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক প্রাণী সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে উপকূল পরিচ্ছন্নতা, জালের ফাঁদে আটকে পড়া সামুদ্রিক প্রাণীদের উদ্ধার, এবং শিশু-কিশোরদের নিয়ে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে সচেতনতা গড়ার কার্যক্রম চালু করা হয়েছে।
২০২৪ সালের সফল আয়োজনের পর, ওমান কাইট ফেস্টিভ্যাল ২০২৫ এখন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এটি ওমানের কম পরিচিত উপকূলীয় অঞ্চলগুলোকে বৈশ্বিক কাইটবোর্ডিং মানচিত্রে স্থাপন করতে চায়। একইসঙ্গে অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের প্রসারে, স্থানীয় অর্থনীতির উন্নয়নে এবং ক্রীড়া ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে ওমানকে আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে।