বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় উদ্ধার হওয়া দুটি কাটা হাতের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের জের ধরে মো. আনিছ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে তার দেহ টুকরো টুকরো করা হয়েছে। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সুফিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২০ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় পলিথিনে মোড়ানো দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
একটি জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ নিহত আনিছের পরিচয় শনাক্ত করে, যিনি রাউজান উপজেলার চিকদাইর এলাকার বাসিন্দা ছিলেন। ২০ জানুয়ারি থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার।
তদন্তে জানা যায়, গ্রেপ্তার সুফিয়া আক্তারের সঙ্গে আনিছের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ও তীব্র মনোমালিন্যের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকেই আনিছকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সুফিয়া।
পুলিশের জিজ্ঞাসাবাদে সুফিয়া আক্তার স্বীকার করেছেন যে, ২০ জানুয়ারি বিকেলে আনিছকে কৌশলে পাঠানপাড়ার একটি বাসায় ডেকে আনা হয়। সেখানে প্রথমে পাথরের শীল দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে আনিছের দেহ কয়েক টুকরো করে পলিথিনে ভরে শহীদনগর ও শীতলঝর্ণা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, সুফিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।










